ফর্টিসের ধাক্কায় কাঁপল সাদাকালো দেয়াল, কিন্তু ভাঙল না
Published: 9th, May 2025 GMT
প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ হারতে বসেছিল ফর্টিস এফসির কাছে। তবে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে হার এড়াতে পেরেছে সাদাকালোরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের পিয়াস আহমেদ নোভা ম্যাচের ২৩তম মিনিটে ঝলক দেখান। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে সাদাকালোর বিপদ বাড়িয়েছিলেন। তবে বদলি হিসেবে নামা মাহবুব আলম ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করে সমতা ফেরান এবং হার বাঁচান মোহামেডানের। সাদাকালোকে ১ পয়েন্ট এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহবুব।
১৮ ম্যাচের লিগে ১৪ ম্যাচ খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে এখন ৮ পয়েন্ট এগিয়ে মোহামেডান। তবে আবাহনী এক ম্যাচ কম খেলেছে। আগামীকাল ১৪তম রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে আবাহনী জিতলে মোহামেডান এগিয়ে থাকবে ৫ পয়েন্ট।
মোহামেডান আজ সেরা ছন্দে ছিল না। রক্ষণ ভুল করেছে। আক্রমণভাগও সুবিধা করতে পারেনি। মোজাফফরভ দূরপাল্লার কয়েকটি শটে চেষ্টা করেছিলেন। কিন্তু গোল আসেনি। মোহামেডান নিজেদের বরং ভাগ্যবান ভাবতে পারে।
কারণ, গোলকিপার সাকিব আল হাসান বক্সের বাইরে এসে লাল কার্ডের ফাউল করলেও হলুদ কার্ড দেখে বেঁচে যান প্রথমার্ধের শেষ দিকে। সাকিব পরে দু-তিনবার বড় বিপদ থেকে বাঁচান মোহামেডানকে। ফর্টিসে পা ওমর বাবু চেষ্টা করছিলেন দলকে দ্বিতীয় গোলটা এনে দিতে। কিন্তু পারেননি শেষ পর্যন্ত।
ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ড্রয়ে মোহামেডানের চেয়ে ১০ পয়েন্টই পিছিয়ে থাকছে কিংস। টানা ষষ্ঠ শিরোপার আশা আর বাস্তবে নেই লাল জার্সিধারীদের। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে অবনমন বাঁচানোর পথে মূল্যবান ৩ পয়েন্ট পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফর ট স
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু