লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক মৌসুম কাটছে মোহাম্মদ সালাহর। চার ম্যাচ হাতে রেখেই লিগ জয় নিশ্চিত করেছে লিভারপুল। সবচেয়ে বেশি গোল করা ও করানোর তালিকায় এক নম্বরে সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বছরের সেরা ফুটবলারও হয়েছেন মিসরীয় তারকা।

সালাহ অনেকের চোখেই লিভারপুলের ইতিহাসে অন্যতম সেরা। কিন্তু সালাহর কাছে সেরা কে? সেটাও তাঁর মতোই বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ সালাহর সাক্ষাৎকারে ঠিক এ প্রশ্নই করেছিল। সেরার খোঁজে ধীরে ধীরে এই উত্তর গিয়ে ঠেকেছে মেসি–ম্যারাডোনায়।

কীভাবে সেটা বলা যাক। বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে কে সালাহর কাছে সেরা—এ বিষয়ে তাঁর সামনে প্রথমে দুটি নাম উপস্থাপন করা হয়। রায়ান গিগস ও হামেস রদ্রিগেজ, যেখানে সালাহ বেছে নেন গিগসকে। রিয়াদ মাহরেজের সঙ্গে তুলনায়ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে এগিয়ে রাখেন সালাহ।

তবে পরের ধাপে গিয়ে গিগস আর আনহেল দি মারিয়ার মধ্যে বেছে নেন দি মারিয়াকে। এরপর গ্যারেথ বেল, মেসুত ওজিল এবং আরিয়েন রোবেনের চেয়েও দি মারিয়াকেই এগিয়ে রাখেন। তবে  আঁতোয়ান গ্রিজমান ও দি মারিয়ার মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে সালাহ ভোট দেন গ্রিজমানকে।

লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ