বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ যেভাবে ‘হালি মাদ্রিদ’
Published: 12th, May 2025 GMT
রিয়াল মাদ্রিদকে ভালোবেসে স্প্যানিশ উচ্চারণে অনেকে বলেন ‘আলা মাদ্রিদ।’ বাংলাদেশে বার্সেলোনার একটু দুষ্টু সমর্থকেরা ঘুরিয়ে বলতে পারেন—‘হালি মাদ্রিদ।’
হ্যাঁ, খোঁচা তো বটেই। তবে সেটা একদম অযৌক্তিক নয়। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সার কাছে যত গোল হজম করেছে, ম্যাচপ্রতি গড় হিসাবে তো ডিমের হালির এক হালি করে!
আরও পড়ুনআলোনসোর জায়গায় কে হচ্ছেন লেভারকুসেন কোচ, আলোচনায় দুই নাম৬ ঘণ্টা আগেঅলিম্পিক স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় রাতে মৌসুমের শেষ এল ক্লাসিকো হয়ে গেল। যেখানে ৪–৩ গোলে জিতে লা লিগা একরকম জিতে নিয়েছে বার্সা। সব মিলিয়ে এই মৌসুমে চারটি ক্লাসিকোয় বার্সার মুখোমুখি হয়ে ১৬ গোল হজম করল কার্লো আনচেলত্তির দল। অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে চারটি করে গোল হজম করেছে রিয়াল। রিয়াল সমর্থকেরা একটু আপত্তি তুলতে পারেন। হিসাবটা খাতাকলমে হলেও বাস্তবে তো তা হয়নি। সব কটি ম্যাচেই চারটি করে গোল হজম করেনি রিয়াল। বেঁচে গেছে শুধু একটি ম্যাচে।
জয়ের পর এভাবেই আনন্দে মেতে ওঠেন বার্সা কোচ হান্সি ফ্লিক। কাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫