বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ যেভাবে ‘হালি মাদ্রিদ’
Published: 12th, May 2025 GMT
রিয়াল মাদ্রিদকে ভালোবেসে স্প্যানিশ উচ্চারণে অনেকে বলেন ‘আলা মাদ্রিদ।’ বাংলাদেশে বার্সেলোনার একটু দুষ্টু সমর্থকেরা ঘুরিয়ে বলতে পারেন—‘হালি মাদ্রিদ।’
হ্যাঁ, খোঁচা তো বটেই। তবে সেটা একদম অযৌক্তিক নয়। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সার কাছে যত গোল হজম করেছে, ম্যাচপ্রতি গড় হিসাবে তো ডিমের হালির এক হালি করে!
আরও পড়ুনআলোনসোর জায়গায় কে হচ্ছেন লেভারকুসেন কোচ, আলোচনায় দুই নাম৬ ঘণ্টা আগেঅলিম্পিক স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় রাতে মৌসুমের শেষ এল ক্লাসিকো হয়ে গেল। যেখানে ৪–৩ গোলে জিতে লা লিগা একরকম জিতে নিয়েছে বার্সা। সব মিলিয়ে এই মৌসুমে চারটি ক্লাসিকোয় বার্সার মুখোমুখি হয়ে ১৬ গোল হজম করল কার্লো আনচেলত্তির দল। অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে চারটি করে গোল হজম করেছে রিয়াল। রিয়াল সমর্থকেরা একটু আপত্তি তুলতে পারেন। হিসাবটা খাতাকলমে হলেও বাস্তবে তো তা হয়নি। সব কটি ম্যাচেই চারটি করে গোল হজম করেনি রিয়াল। বেঁচে গেছে শুধু একটি ম্যাচে।
জয়ের পর এভাবেই আনন্দে মেতে ওঠেন বার্সা কোচ হান্সি ফ্লিক। কাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নটর ডেম কলেজ ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস (১৮) মারা গেছেন। কলেজ ‘ভবনের বারান্দা থেকে পড়ে’ তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা শিক্ষার্থীদের। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধ্রুব পরিবারের সঙ্গে গোপীবাগের একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর মধ্যপাড়ায়।
মৃত শিক্ষার্থীর বাবা বাণীব্রত দাস জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। তার প্রবেশপত্র আনার জন্য ছেলের সঙ্গে কলেজে যান তিনি। ছেলেকে ভেতরে পাঠিয়ে দিয়ে তিনি আর ধ্রুবর মা কলেজগেটের বাইরে অপেক্ষা করেন। কিন্তু একটু পর কয়েকজন শিক্ষার্থী ছেলেকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে নিয়ে আসে বাইরে। তাকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।