গাজীপুরে গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ
Published: 17th, November 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে পুড়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ফলকের কিছুটা অংশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। কেউ আহত হননি।
গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে এক ঘণ্টায় ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ আজ ভোরে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। বিকট বিস্ফোরণের শব্দ শুনে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা বাইরে এসে সাইনবোর্ডে লাগা আগুন নিভেয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম বলেন, “ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির গেটে ককটেল নিক্ষেপ করে। আমরা ভেতরে ছিলাম, শব্দ শুনে এসে দেখি, প্রতিষ্ঠানটির নাম ফলকে আগুন জ্বলছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।”
এ বিষয়ে জানতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি। ঘটনাস্থলে থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কথা বলতে রাজি হয়নি।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন ড স ট র য ককট ল
এছাড়াও পড়ুন:
হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা
জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি
আইনজীবী আমির বলেন, “আমি তো সবসময় আশা করি আমার মক্কেল [শেখ হাসিনা] খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার চাইতে বেশি খুশি আর কে হবে।”
শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '“আমি চেষ্টা করি নাই। চেষ্টা করার কোনো বিধানও নাই। ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।”
তবে মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমার দেখামতে [বিচারে] তেমন কিছু দেখছি না। ভালোভাবে বিচার হয়েছে বলেই আমি মনে করি।”
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।
ঢাকা/রায়হান/ইভা