সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের
Published: 14th, May 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে সেক্রেটারি ফারুক আহমাদ মুন্সির সঞ্চালনায় বুধবার এ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও.
এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আসনভিত্তিক কমিটি গঠন কার্যক্রম চলছে।
মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নব্য কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেয়ার উদাত্ত আহবান জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে নগরীর ১নং খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনাদের মধ্যে এখনো যে ইউনিটি আছে সেজন্যই আমরা এই দেশটাকে পেয়েছিলাম।
মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ছিল সেই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, আপনাদের যেকোন বিষয়, যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের এই ইউনিটি এজেলাকে অনেক শক্তিশালী করবে। আপনারা দেশের জন্যে যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমরা চাই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।
ডিসি আরও বলেন, আজকে আমার সামনে যারা বসে আছেন তারা এই জাতির সূর্য সন্তান। আমরা আপনাদের দেখে উৎসাহিত হই ও গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আজকে যে নতুন কমিটি করা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই।
আপনারা শুনেছেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এইজন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে, এত বছর পরে আপনাদের এই উপস্থিতি দেখে আমি অভিভূত।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান সে কথা আমাদের মনে রাখতে হবে। কাজেই তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই।
৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি চাই, আপনার দরজাটা যেনো সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য খোলা থাকে। এটাই শুধু আপনার কাছে আামাদের চাওয়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমারা যারা জেলার মুক্তিযোদ্ধা হিসেবে আছি আমরা সকলেই এক আছি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক মোহাম্মদ আলী'র সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া'র সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন, কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।