ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ এর  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে সেক্রেটারি ফারুক আহমাদ মুন্সির সঞ্চালনায় বুধবার এ কমিটি গঠন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও.

দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,জেলা সেক্রেটারি, মুহা. জাহাঙ্গীর করিব, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা, যুবায়ের হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন নারাণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ মুহা, মামুনুর রশিদ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আসনভিত্তিক কমিটি গঠন কার্যক্রম চলছে।

মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নব্য কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেয়ার উদাত্ত আহবান জানান।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা মশিউর রহমানকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়ার বিরুদ্ধে। সেসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রদল নেতাকে আটক করেছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও গ্রেফতার মশিউর রহমান সম্পর্কে সৎভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকে চাতলপাড় বাজার এলাকা থেকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ।

তবে মশিউর রহমানকে গ্রেপ্তারের পরপরই ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও তার সহযোগীরা চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে পুলিশের গতিরোধ করেন এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তারের সময় স্থানীয় ছাত্রদলের এক নেতা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুনেছি ছাত্রদল নেতা ও আসামি সম্পর্কে সৎভাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাতলপাড় পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায়কে আটক করা হয়েছে। তবে যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান দৌড়ে পালিয়ে গেছেন।” 

তিনি আরও বলেন, ‘‘কাউকে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’’ তাহলে ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়াকে কেন থানায় নেওয়া হলো, এমন প্রশ্নে কোনো বক্তব্য দেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, “পারিবারিক কলহের জেরে আজ দুপুরে পুলিশ তাদের বাড়িতে যায়। এসময় পুলিশের সঙ্গে কোনো বিষয় নিয়ে তাদের ধস্তাধস্তি হয়েছে বলে জানতে পেরেছি। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়টি আমার জানা নেই।”

ঢাকা/পলাশ/এস

সম্পর্কিত নিবন্ধ

  • অতিতে চামড়া জোর করে নেওয়া হয়ছে, এবার হওয়ার কোনো সুযোগ নেই : ডিসি
  • চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক
  • ভালো পড়ালেখা করতে হবে, মানুষের মত মানুষ হতে হবে : ডিসি
  • মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি : নৌ পুলিশ না’গঞ্জ 
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, নগদ অর্থ লুট
  • ভাড়া দিতে দেরি, ভাড়াটিয়ার ওপর বাড়ির মালিকের হামলা
  • গোপালগঞ্জে ব্যক্তিগত গাড়িতে মিলল ইয়াবা ও অস্ত্র, গ্রেপ্তার ২