রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মুখোমুখি সাক্ষাতের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার সম্ভাবনাকে ধাক্কা দিয়েছে। বৃহস্পতিবার জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেছেন, “আমরা পুতিনের খোঁজে বিশ্বজুড়ে দৌড়াতে পারি না।”

যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের এ আলোচনা হওয়ার কথা ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার তুরস্কে পুতিন যাননি। তিনি দ্বিতীয় স্তরের সহকারী এবং উপ-মন্ত্রীদের একটি দল পাঠিয়েছেন।

আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেছেন, পুতিনের যোগদান না করার সিদ্ধান্ত দেখাচ্ছে যে, রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করার বিষয়টিকে গুরুত্ব দেন না।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি নিজে ইস্তাম্বুল যাবেন না, তবে তার প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি দল পাঠাবেন। তাদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য ম্যান্ডেট থাকবে। 

তিনি বলেছেন, “আমরা পুতিনের খোঁজে বিশ্বজুড়ে দৌড়াতে পারি না। রাশিয়ার কাছ থেকে আমি অসম্মান বোধ করছি। কোনো সাক্ষাতের সময় নেই, কোনো এজেন্ডা নেই, কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেই - এটি ব্যক্তিগত অসম্মান। এরদোগানের প্রতি, ট্রাম্পের প্রতি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ