বিতর্কে আমির খানের নতুন ছবি, নেপথ্যে তুরস্ক প্রসঙ্গ
Published: 16th, May 2025 GMT
‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিস ব্যর্থতা আমির খানের জন্য ছিল ভীষণভাবে হতাশাজনক। সেই আঘাত থেকে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে আবারও নতুন ছবিতে ফিরছেন বলিউড তারকা। তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে আগামী ২০ জুন। ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, আর সেটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় উঠেছে ছবিটি বর্জনের আহ্বান।
‘অপারেশন সিঁদুর’ পোস্ট থেকেই বিতর্কের সূচনা
আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’–এর প্রশংসা করে একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, ‘“অপারেশন সিঁদুর”–এর নায়কদের সালাম। আমাদের দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ। জয় হিন্দ।’ এই পোস্ট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। নেটিজেনদের একাংশের মতে, এটি আসলে আসন্ন ছবির প্রচারণার একটি চালাকি। অনেকে প্রশ্ন তুলেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার সময় আমির খান নীরব ছিলেন, সেখানে হঠাৎ এমন দেশাত্মবোধক পোস্টের উদ্দেশ্য কী?
পুরোনো বিতর্কে আগুন
বিতর্ক থেমে নেই এখানেই। নতুন করে ভাইরাল হয়েছে তুরস্কে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে আমির খানের সাক্ষাতের একটি ভিডিও ক্লিপ। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল টানাপোড়েনে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্কের পাকিস্তানপ্রীতি নিয়ে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র খ ন র ত রস ক
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা