‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিস ব্যর্থতা আমির খানের জন্য ছিল ভীষণভাবে হতাশাজনক। সেই আঘাত থেকে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে আবারও নতুন ছবিতে ফিরছেন বলিউড তারকা। তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে আগামী ২০ জুন। ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, আর সেটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় উঠেছে ছবিটি বর্জনের আহ্বান।

‘অপারেশন সিঁদুর’ পোস্ট থেকেই বিতর্কের সূচনা
আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’–এর প্রশংসা করে একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, ‘“অপারেশন সিঁদুর”–এর নায়কদের সালাম। আমাদের দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ। জয় হিন্দ।’ এই পোস্ট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। নেটিজেনদের একাংশের মতে, এটি আসলে আসন্ন ছবির প্রচারণার একটি চালাকি। অনেকে প্রশ্ন তুলেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার সময় আমির খান নীরব ছিলেন, সেখানে হঠাৎ এমন দেশাত্মবোধক পোস্টের উদ্দেশ্য কী?

পুরোনো বিতর্কে আগুন
বিতর্ক থেমে নেই এখানেই। নতুন করে ভাইরাল হয়েছে তুরস্কে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে আমির খানের সাক্ষাতের একটি ভিডিও ক্লিপ। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল টানাপোড়েনে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্কের পাকিস্তানপ্রীতি নিয়ে।

‘সিতারে জমিন পার’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র খ ন র ত রস ক

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ