বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। নানা কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন। যদিও দীর্ঘ দিন ধরে ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারছেন না এই ‘ওয়ান্টেড’ তারকা। এবার নেচে ভাইরাল হলেন সালমান খান। এখানেই শেষ নয়, রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সালমানের পরনে কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। তার দুই পাশে দুই নৃত্যশিল্পী। তাদের কাঁধে হাত রেখে গানের সঙ্গে নাচছেন। নাচের মুদ্রার সঙ্গে সঙ্গে গায়ের টি-শার্টটি উপরে উঠে যাচ্ছে। এতে করে সালমানের মেদবহুল পেট বেরিয়ে যাচ্ছে। মূলত, মেদবহুল পেট নিয়েই টানাটানি।

নেটিজেনদের বড় একটি অংশ সালমানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন— “সালমান যুগের কি সমাপ্তি হতে যাচ্ছে।” পাশাপাশি তার অভিনীত ব্যর্থ সিনেমা নিয়ে কটাক্ষ করেন। তবে একটি অংশ সালমান খানের পাশে দাঁড়িয়েছেন। অনেকে বলছেন, “৬০ বছর বয়সে এখনো কাজ করে যাচ্ছেন। তারপরও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন?” অনেকে আবার পাল্টা যুক্তি দিয়ে বলছেন, “টম ক্রুজ এখনো নিজেকে ফিট রেখেছেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

সিয়াসাত ডটকম জানিয়েছে, কয়েক দিন আগে কানাডার ভ্যানকুভারে একটি অনুষ্ঠানে পারফর্ম করেন সালমান খান। ভাইরাল ভিডিওটি সেই অনুষ্ঠানের।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পায় এটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান খান। আর তার বিপরীতে ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নগর ভবনের সব ফটকে তালা দিলেন ইশরাকের সমর্থকেরা, সেবা ব্যাহত, কালও বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার সকাল নয়টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর  প্রতিবাদে 'ঢাকাবাসী' ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তাঁর সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন।

বিক্ষোভ কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাঁদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।  

করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটি পালন করছেন। তাঁদের কেউ নগর ভবনে ঢুকতে পারছেন না। নগর ভবনে স্থানীয় সরকার বিভাগেরও অফিস রয়েছে। এখানেই  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেন। তালা ঝুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবারও নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই দিন থেকেই কার্যত নগর ভবন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ

সম্পর্কিত নিবন্ধ