দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। হুট করে ডাক পেয়ে লাহোর কালান্দার্সের হয়ে দলটির লিগ পর্বের শেষ ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন তিনি।

সাকিবকে শেষবার মাঠে দেখা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। এরপর বোলিং অ্যাকশন সংশোধনের কারণে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। এর আগে পিএসএলে অন্যান্য দলের হয়ে খেলা হলেও লাহোরের হয়ে এবারই প্রথম মাঠে নামলেন এই অলরাউন্ডার। একই দলের হয়ে এই আসরে খেলা রিশাদ হোসেন অবশ্য এখন দলের সাথে নেই। জাতীয় দলের সাথে তিনি রয়েছেন আরব আমিরাত সফরে।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ম্যাচটি নেমে এসেছে ১৩ ওভারে। লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করছে।

ম্যাচটিকে সামনে রেখে লাহোর তিনটি পরিবর্তন এনেছে একাদশে। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে দলে থাকা ড্যারিল মিচেল পিএসএল থেকে সরে দাঁড়ান, তার জায়গায় নিয়েছেন সাকিবকে। স্যাম বিলিংসের বদলে এসেছেন কুশল পেরেরা এবং অতিরিক্ত পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে সালমান মির্জাকে। অন্যদিকে, পেশোয়ার জালমিও এনেছে দুটি পরিবর্তন। টম কোহলার ক্যাডমোরের বদলে খেলছেন ড্যানিয়েল সামস এবং আরিফ ইয়াকুবের জায়গায় দলে এসেছেন আবদুল সামাদ।

এই ম্যাচটি দুই দলেরই গ্রুপ পর্বের শেষ লড়াই। প্লে-অফে জায়গা করে নিতে হলে জয়ের বিকল্প নেই কারো জন্যই। জয়ী দলই নিশ্চিত করবে শেষ চারের টিকিট।

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল

এছাড়াও পড়ুন:

ইসলামাবাদে পৌঁছালেন সাকিব, মাঠে নামবেন কখন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে আসর থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

আগামীকাল রাতেই মাঠে নামছে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। সেই ম্যাচেই লাহোরের একাদশে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী সাকিবকে। এটি লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে (৯ ম্যাচে ৯ পয়েন্ট) থাকায় সেরা চারে থেকে প্লে-অফে উঠার সুযোগ রয়েছে দলটির। সে ক্ষেত্রে সাকিব আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন।

এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয়েছিল সাকিবের। পরে ২০১৭ ও ২০২৩ সালে পেশোয়ার জালমির জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।

গত বছর নভেম্বরের পর আর কোনো ম্যাচে মাঠে নামেননি সাকিব। সবশেষ তিনি খেলেছেন ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। দীর্ঘদিন পর মাঠে ফেরার মঞ্চ হিসেবে এবার বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে।

সম্পর্কিত নিবন্ধ

  • পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
  • ‘কসম খেয়ে বলছি, আমি কাঁদিনি’, রিশাদের দাবি অস্বীকার কারেনের
  • সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন
  • ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব
  • গোধুলি বেলায় আলোর দেখা
  • ৬ মাস পর আসল ক্রিকেটে ফিরে সাকিব যা বললেন
  • বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ
  • আইপিএল ও পিএসএলে সাকিব-মুস্তাফিজদের ম্যাচ কবে কখন
  • ইসলামাবাদে পৌঁছালেন সাকিব, মাঠে নামবেন কখন