দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। হুট করে ডাক পেয়ে লাহোর কালান্দার্সের হয়ে দলটির লিগ পর্বের শেষ ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন তিনি।

সাকিবকে শেষবার মাঠে দেখা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। এরপর বোলিং অ্যাকশন সংশোধনের কারণে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। এর আগে পিএসএলে অন্যান্য দলের হয়ে খেলা হলেও লাহোরের হয়ে এবারই প্রথম মাঠে নামলেন এই অলরাউন্ডার। একই দলের হয়ে এই আসরে খেলা রিশাদ হোসেন অবশ্য এখন দলের সাথে নেই। জাতীয় দলের সাথে তিনি রয়েছেন আরব আমিরাত সফরে।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ম্যাচটি নেমে এসেছে ১৩ ওভারে। লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করছে।

ম্যাচটিকে সামনে রেখে লাহোর তিনটি পরিবর্তন এনেছে একাদশে। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে দলে থাকা ড্যারিল মিচেল পিএসএল থেকে সরে দাঁড়ান, তার জায়গায় নিয়েছেন সাকিবকে। স্যাম বিলিংসের বদলে এসেছেন কুশল পেরেরা এবং অতিরিক্ত পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে সালমান মির্জাকে। অন্যদিকে, পেশোয়ার জালমিও এনেছে দুটি পরিবর্তন। টম কোহলার ক্যাডমোরের বদলে খেলছেন ড্যানিয়েল সামস এবং আরিফ ইয়াকুবের জায়গায় দলে এসেছেন আবদুল সামাদ।

এই ম্যাচটি দুই দলেরই গ্রুপ পর্বের শেষ লড়াই। প্লে-অফে জায়গা করে নিতে হলে জয়ের বিকল্প নেই কারো জন্যই। জয়ী দলই নিশ্চিত করবে শেষ চারের টিকিট।

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ