প্রত্যাবর্তনের ম্যাচে গোল্ডেন ডাক ও উইকেটশূন্য সাকিব
Published: 19th, May 2025 GMT
সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ঠিকই। কিন্তু রাঙাতে পারলেন না নিজের প্রত্যাবর্তন।
ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের পর বোলিংয়েও সাকিব ছিলেন উইকেটশূণ্য। আট বছর পর সাকিব ফিরেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। নতুন দলের জার্সিতে সাকিব বিবর্ণ থাকলেও জিতেছে তার দল।
পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সাকিবের দল লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা।
আরো পড়ুন:
‘রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব’
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব
বিস্তারিত আসছে .
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
এমিলিয়ানো মার্তিনেজকে চায় ইউরোপের দুই বড় ক্লাব, জেনে নিন কারা সেই ক্লাব
মৌসুম শেষে এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত। ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্তিনেজ। মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর সবার কৌতূহল ছিল তাঁর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে।
শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্তিনেজকে পেতে চায় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ক্লাবই সাম্প্রতিক সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করেছে। যে কারণে আপাতত মার্তিনেজকে কিনে নিজেদের গোলরক্ষক সমস্যার সমাধান করতে চায় দল দুটি।
বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে, যেখানে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সেজনির ওপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই। সেজনির বয়স ৩৫ বছর। নিয়মিত গোলরক্ষক টের স্টেগেন ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন মূলত অবসর ভেঙে।
আরও পড়ুনপিএসজিকে কাঁপিয়ে দিল অ্যাস্টন ভিলা, চোখের জলে বিদায় মার্তিনেজদের১৫ এপ্রিল ২০২৫সেজনির সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে। আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় সেজনিকে।
দর্শকদের প্রতি করতালি দেওয়ার সময় কেঁদে ফেলেন মার্তিনেজ