আনচেলত্তির ব্রাজিল দলের ১২ ফুটবলারের নাম ফাঁস
Published: 19th, May 2025 GMT
ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ২৬ মে তাকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। ওই দিনই বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ডন কার্লো। ম্যাচ দুটি যথাক্রমে ৬ ও ১১ জুন মাঠে গড়াবে।
আনুষ্ঠানিক দল ঘোষণার আগে সিবিএফ ফিফার কাছে ২৮ জনের প্রাথমিক দল জমা দিয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, প্রাথমিক দল জমা দেওয়ার আগে অনলাইনে ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তির সঙ্গে বৈঠক করেন সিবিএফের সমন্বয়ক রদ্রিগো কায়তানো।
ওই বৈঠকে ৫০ জনের মতো ফুটবলারের একটি তালিকা পেশ করেন কায়তানো। গত মার্চের সূচির আগে ৫২ জনের প্রাথমিক দল দেওয়া হয়েছিল। এবারের দলে আছেন ব্রাজিলের হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা মিডফিল্ডার অস্কার, ২০১৮ বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ফিলিপে কুতিনহোর নাম। এছাড়া ফায়েনর্ডে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর পায়েক্সো, করিস্থিয়ানে খেলা ২৬ বছর বয়সী গোলরক্ষক হুগো সৌজা, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো ও অ্যালেক্স সান্দ্রো আছেন প্রাথমিক দলে।
কার্লো আনচেলত্তির কাছে পেশ করা দলের ১০ থেকে ১২ জন ফুটবলারের নাম ফাঁস করেছে ব্রাজিলের সংবাদ মাধ্যম। এর মধ্যে গ্লোবো নেইমার জুনিয়র, অস্কার, ফ্যারবিকো ব্রুনো, হুগো সৌজা ও ফ্লামেঙ্গোর ছয় ফুটবলার দানিলো, ওয়েলসি, লিও অর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, জেরসন ও পেদ্রোর নাম প্রকাশ করেছে।
কার্লো আনচেলত্তি নাকি আলাদা করে লিলিতে খেলা ব্রাজিলের দীর্ঘদেহি ডিফেন্ডার অ্যালেক্সহান্দ্রো রিবেইরোর বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন। এছাড়া ফায়েনর্ডে খেলা ও ডাচ লিগে সর্বাধিক ১৮ গোল করা ও ১৪ গোলে সহায়তা দেওয়া ফরোয়ার্ড ইগার পায়েক্সার কথাও বলেছিলেন ডন কার্লো। তাদের নাম ৫০ জনের প্রাথমিক দলের পাশাপাশি ২৮ জনের প্রাথমিক দলেও থাকতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ফ টবল র
এছাড়াও পড়ুন:
সাভারে লোকজনের সামনে গুলি করে হত্যা
ঢাকার সাভারে ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামে এক পরিবহন রং মিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন-সংলগ্ন এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শাহীনকে গুলি করা হয়।
এই হত্যাকাণ্ডের একটি ফুটেজ রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে, গলি ধরে হেঁটে আসার সময় একটি দোকানের সামনে এলে দুজন ব্যক্তি একটি অটোরিকশার আড়ালে থেমে যান। তারপর একজন মাটিতে লুুটিয়ে পড়েন। আরেক ব্যক্তি দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।
আরো পড়ুন:
নড়াইলে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিনি রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় বরুনের মালিকানাধীন একটি গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহীনের মৃত্যুর খবর শুনে গ্যারেজ মালিক বরুন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরা এক ব্যক্তি ব্যাংক কলোনির একটি গলিপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একটি দোকানের সামনে লোকজনের উপস্থিতিতে ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে দৌড়ে সরে পড়েন। ঘটনাস্থলেই শাহীন মারা যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঢাকা/সাব্বির/রাসেল