ভয়ংকর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। নিরাপত্তা ত্রুটিটি কাজে লাগিয়ে দূর থেকে সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে থাকা ত্রুটিটি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষণাপ্রতিষ্ঠান সলিডল্যাবের গবেষক ভসেভলোদ কোকোরিন। তিনি বলেন, গুগল ক্রোমের ‘লোডারে’ যথাযথ নীতিমালা প্রয়োগ না হওয়ায় দূর থেকে সাইবার অপরাধীরা ক্ষতিকর এইচটিএমএল পেজের মাধ্যমে তথ্য চুরি করতে পারে। অন্যান্য ওয়েব ব্রাউজারের তুলনায় গুগল ক্রোম ‘লিংক হেডার’ ভিন্নভাবে ব্যবহার করে। এই হেডার মাধ্যমে পুরো লিংকের তথ্য সংগ্রহ করা সম্ভব, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নেওয়া যায়।

উইন্ডোজ ও লিনাক্স ব্যবহারকারীদের জন্য ১৩৬.

০.৭১০৩.১১৩ এবং ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য ১৩৬.০.৭১০৩.১১৪ সংস্করণে ত্রুটিটি সংশোধন করা হয়েছে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে এই সংস্করণ পৌঁছে যাবে। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ ডেস্কটপ সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ ব যবহ র

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ