চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বজ্রপাত হলে তারা মারা যায়। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুই জন ও শিবগঞ্জ উপজেলায় একজন রয়েছে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহানপুর গ্রামের খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম (৪৭) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের হটাৎপাড়া গ্রামের জালাল উদ্দীন (৭০)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, জালাল উদ্দীন বিকেলে বৃষ্টির সময় খড়ের গাদার পাশে বসে ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

আরো পড়ুন:

দুই সপ্তাহ আগে বিয়ে, বজ্রপাতে যুবকের মৃত্যু

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশুর মৃত্যু

সদর থানার ওসি মতিউর রহমান জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয় খাইরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার গরু চরাতে গিয়ে বজ্রপাতে তাজবুল ইসলাম মারা যায়। এ সময় বজ্রাঘাতে তিনটি গরুরও মৃত্যু হয়। 

ঢাকা/শিয়াম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত প ইনব বগঞ জ শ বগঞ জ ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করলে ভারত

ঢাকা ভিত্তিক ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের’ সঙ্গে সহযোগিতামূলক চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। 

মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এনআইডি জানিয়েছে, ‘জাতীয় অগ্রাধিকার এবং ভাবাবেগের স্বার্থে’ তারা ঢাকা ভিত্তিক পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। 

বিবৃতিতে বলা হয়, কয়েক বছর আগে এনআইডি এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট উভয়ই পারস্পরিক উপযোগী শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি সহযোগিতামূলক চুক্তি করে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে এবং জাতীয় ভাবাবেগের সঙ্গে সংহতি প্রকাশ করে সেই চুক্তি বাতিল করা হয়েছে। নৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এনআইডি সেই সহযোগিতামূলক চুক্তির সমাপ্তি প্রক্রিয়া করেছে।

ভারতের শীর্ষস্থানীয় ডিজাইন ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম এনআইডি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে শিল্প, যোগাযোগ, টেক্সটাইল এবং আইটি ইন্টিগ্রেটেড ডিজাইনের জন্য সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসিত। এটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত।

অন্যদিকে ১৯৯৮ সালে শুরু হওয়া ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’ নামক প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ