চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বজ্রপাত হলে তারা মারা যায়। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুই জন ও শিবগঞ্জ উপজেলায় একজন রয়েছে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহানপুর গ্রামের খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম (৪৭) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের হটাৎপাড়া গ্রামের জালাল উদ্দীন (৭০)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, জালাল উদ্দীন বিকেলে বৃষ্টির সময় খড়ের গাদার পাশে বসে ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

আরো পড়ুন:

দুই সপ্তাহ আগে বিয়ে, বজ্রপাতে যুবকের মৃত্যু

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশুর মৃত্যু

সদর থানার ওসি মতিউর রহমান জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয় খাইরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার গরু চরাতে গিয়ে বজ্রপাতে তাজবুল ইসলাম মারা যায়। এ সময় বজ্রাঘাতে তিনটি গরুরও মৃত্যু হয়। 

ঢাকা/শিয়াম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত প ইনব বগঞ জ শ বগঞ জ ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

লোহিত সাগরে জাহাজে হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।

সম্পর্কিত নিবন্ধ