খুলনার রূপসায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা যুবক আব্দার শেখকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। অন্যদিকে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাধা ও মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দার শেখের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনি শেখ বাড়ি ফিরে ঘরে স্ত্রীর সঙ্গে আব্দার শেখকে দেখতে পায়। এরপর মনি শেখ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দার শেখকে হত্যা করে। 

এছাড়া স্ত্রী তানজিলাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য আব্দার শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাঁধ এবং মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য সিআইডি এবং পিবিআইর দুটি টিম কাজ করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ