৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ তৃতীয় পর্বে বাংলা ভাষা (ব্যাকরণ) বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. নিচের কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি?
ক.

মণিপুরি
খ. মৈথিলি
গ. বাংলা
ঘ. বাক্ষ্মী

২. ক্রিয়ার কাল ও পদ–পরিচয় ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. অর্থতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব

৩. ‘ড়’ ধ্বনি কোন শ্রেণির ব্যঞ্জনধ্বনির অন্তর্ভুক্ত?
ক. দন্তমূলীয়
খ. মূর্ধন্য
গ. কণ্ঠনালীয়
ঘ. তালব্য
৪. অর্ধমাত্রার বর্ণ কোনটি?
ক. ঋ
খ. ঙ
গ. ঐ
ঘ. ঞ

আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৪ পদে চাকরির সুযোগ১৯ মে ২০২৫

৫. যজ্ঞ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. জোগগো
খ. জোঘগো
গ. জোজ্ঞো
ঘ. জজ্ঞো
৬. বিলাতি > বিলিতি, কী ধরনের ধ্বনির পরিবর্তন?
ক. স্বরসংগতি
খ. বিপ্রকর্ষ
গ. বিষমীভবন
ঘ. সম্প্রকর্ষ

৭. ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি?
ক. মাণিক্য
খ. প্রমাণ
গ. কঙ্কণ
ঘ. লবণ
৮. অন্তরীপ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হলো?
ক. অন্ত: + ঈপ
খ. অন্ত:+ ইপ
গ. অন্ত:+ রীপ
ঘ. অন্তর:+ ঈপ
৯. ‘বুদ্ধিশুদ্ধি’ কিসের উদাহরণ?
ক. অনুকার দ্বিত্ব
খ. ধনাত্মক দ্বিত্ব
গ. পুনরাবৃত্ত দ্বিত্ব
ঘ. কোনোটি নয়

আরও পড়ুন৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২১২ মে ২০২৫

১০. কোনটি যৌগিক শব্দ?
ক. গায়ক
খ. পঙ্কজ
গ. জলধি
ঘ. রাজপুত
১১. দেশি শব্দ হলো—
ক. কাঁচি
খ. লতি
গ. খোকা
ঘ. আঁতেল

১২. কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়?
ক. গায়ক
খ. খেলনা
গ. দোলনা
ঘ. নাচন

১৩. ধোপার নারীবাচক রূপ কোনটি?
ক. ধোপী
খ. ধোপিনী
গ. ধোপানি
ঘ. ধোপিইনি

১৪. ‘গোলাপফুল’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. দ্বন্দ্ব

১৫. গায়ে পড়া কোন ধরনের বহুব্রীহি?
ক. ব্যতিহার
খ. প্রত্যয়ান্ত
গ. অলুক
ঘ. ব্যাধিকরণ

১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. নির
খ. অপি
গ. দুর
ঘ. কদ

১৭. ডাকাবুকো বাগ্‌ধারার অর্থ কী?
ক. বোকা
খ. সতর্কতা
গ. নির্ভীক
ঘ. উচ্ছৃঙ্খল

১৮. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক. ঐক্যতান
খ. ক্ষুধপিপাসা
গ. আটপৌরে
ঘ. আটপৌড়ে

১৯. আমি রোজ স্কুলে পড়তে যাই—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ অতীত

২০. কোনটি অপপ্রয়োগ?
ক. গম্ভীরতা
খ. গাম্ভীর্যতা
গ. গাম্ভীর্য
ঘ. চাপল্য

মডেল টেস্ট ৩-এর উত্তর
১.গ। ২.খ। ৩.খ। ৪.ক। ৫.ক। ৬.ক। ৭.খ। ৮.ক। ৯.ক। ১০.ক।
১১.খ। ১২.ক। ১৩.গ। ১৪.ক। ১৫.গ। ১৬.ঘ। ১৭.গ। ১৮.গ। ১৯.ক। ২০.ঘ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স এস

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

সময়সূচি ও কেন্দ্র

১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫পরীক্ষার্থীদের করণীয়

১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাঁদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে।

২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।

আরও পড়ুন৪৭ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তে আত্মবিশ্বাসই আসল প্রস্তুতি১৪ সেপ্টেম্বর ২০২৫

৬। প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।

আরও পড়ুন৪৩তম বিসিএসের প্রশাসনে প্রথম শানিরুলকে ভাইভায় যেসব প্রশ্ন করা হয়েছিল ২৯ মে ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা
  • ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা
  • ৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত+পরীক্ষার দিন করণীয়