৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ তৃতীয় পর্বে বাংলা ভাষা (ব্যাকরণ) বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. নিচের কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি?
ক.

মণিপুরি
খ. মৈথিলি
গ. বাংলা
ঘ. বাক্ষ্মী

২. ক্রিয়ার কাল ও পদ–পরিচয় ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. অর্থতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব

৩. ‘ড়’ ধ্বনি কোন শ্রেণির ব্যঞ্জনধ্বনির অন্তর্ভুক্ত?
ক. দন্তমূলীয়
খ. মূর্ধন্য
গ. কণ্ঠনালীয়
ঘ. তালব্য
৪. অর্ধমাত্রার বর্ণ কোনটি?
ক. ঋ
খ. ঙ
গ. ঐ
ঘ. ঞ

আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৪ পদে চাকরির সুযোগ১৯ মে ২০২৫

৫. যজ্ঞ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. জোগগো
খ. জোঘগো
গ. জোজ্ঞো
ঘ. জজ্ঞো
৬. বিলাতি > বিলিতি, কী ধরনের ধ্বনির পরিবর্তন?
ক. স্বরসংগতি
খ. বিপ্রকর্ষ
গ. বিষমীভবন
ঘ. সম্প্রকর্ষ

৭. ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি?
ক. মাণিক্য
খ. প্রমাণ
গ. কঙ্কণ
ঘ. লবণ
৮. অন্তরীপ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হলো?
ক. অন্ত: + ঈপ
খ. অন্ত:+ ইপ
গ. অন্ত:+ রীপ
ঘ. অন্তর:+ ঈপ
৯. ‘বুদ্ধিশুদ্ধি’ কিসের উদাহরণ?
ক. অনুকার দ্বিত্ব
খ. ধনাত্মক দ্বিত্ব
গ. পুনরাবৃত্ত দ্বিত্ব
ঘ. কোনোটি নয়

আরও পড়ুন৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২১২ মে ২০২৫

১০. কোনটি যৌগিক শব্দ?
ক. গায়ক
খ. পঙ্কজ
গ. জলধি
ঘ. রাজপুত
১১. দেশি শব্দ হলো—
ক. কাঁচি
খ. লতি
গ. খোকা
ঘ. আঁতেল

১২. কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়?
ক. গায়ক
খ. খেলনা
গ. দোলনা
ঘ. নাচন

১৩. ধোপার নারীবাচক রূপ কোনটি?
ক. ধোপী
খ. ধোপিনী
গ. ধোপানি
ঘ. ধোপিইনি

১৪. ‘গোলাপফুল’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. দ্বন্দ্ব

১৫. গায়ে পড়া কোন ধরনের বহুব্রীহি?
ক. ব্যতিহার
খ. প্রত্যয়ান্ত
গ. অলুক
ঘ. ব্যাধিকরণ

১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. নির
খ. অপি
গ. দুর
ঘ. কদ

১৭. ডাকাবুকো বাগ্‌ধারার অর্থ কী?
ক. বোকা
খ. সতর্কতা
গ. নির্ভীক
ঘ. উচ্ছৃঙ্খল

১৮. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক. ঐক্যতান
খ. ক্ষুধপিপাসা
গ. আটপৌরে
ঘ. আটপৌড়ে

১৯. আমি রোজ স্কুলে পড়তে যাই—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ অতীত

২০. কোনটি অপপ্রয়োগ?
ক. গম্ভীরতা
খ. গাম্ভীর্যতা
গ. গাম্ভীর্য
ঘ. চাপল্য

মডেল টেস্ট ৩-এর উত্তর
১.গ। ২.খ। ৩.খ। ৪.ক। ৫.ক। ৬.ক। ৭.খ। ৮.ক। ৯.ক। ১০.ক।
১১.খ। ১২.ক। ১৩.গ। ১৪.ক। ১৫.গ। ১৬.ঘ। ১৭.গ। ১৮.গ। ১৯.ক। ২০.ঘ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স এস

এছাড়াও পড়ুন:

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।

আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।

‎যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‎শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।

যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়। 

এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। 

‎এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল