সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি ই-মেইল ও কম্পিউটারের জন্য আমরা সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এমনকি তথ্য চুরির পর সেগুলো আবার ব্যবহারের সুযোগ দিতে অর্থও দাবি করে তারা। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল।

নতুন এ নিরাপত্তাসুবিধা গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের সহায়তায় চালু করা হবে। বর্তমানে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারকারীদের শুধু দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করে থাকে। তবে নতুন সুবিধাটি চালু হলে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দেবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীর সম্মতি নিয়ে নতুন পাসওয়ার্ড ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে, ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, কোনো ওয়েবসাইটে লগইনের সময় দুর্বল বা হ্যাকড হওয়া পাসওয়ার্ড শনাক্ত হলে গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সেই পাসওয়ার্ডের বিকল্প দেখাবে ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারী সহজেই দুর্বল পাসওয়ার্ড বদলে ফেলতে পারবেন। এ বছরের মধ্যেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে সুবিধাটি চালু করা হবে।

এ বিষয়ে গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেন, অনেকের কাছে পাসওয়ার্ড বদলানো বেশ বিরক্তিকর। তাই বিষয়টি এড়িয়ে যান কেউ কেউ। ক্রোম ব্রাউজারের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড বদলে দেওয়ার সুবিধাটি নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা, এই দুই দিক থেকেই কার্যকর হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প সওয় র ড ব ব যবহ র দ র বল

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ