অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ও অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

কীওয়ার্ড: ব চ র প রক র য স দ ধ ন ত গ রহণ সরক র

এছাড়াও পড়ুন:

১৮ জুলাই দেশের সব জনগণকে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনা মূল্যে দেবে সরকার

জুলাই গণ–অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে দেশের সব জনগণকে বিনা মূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে ইন্টারনেট দিতে ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ বুধবার বিটিআরসি থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডেটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।

পরে এ নিয়ে রাত ৯টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’

গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়কে মাথায় রেখেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সম্পর্কিত নিবন্ধ

  • ১৮ জুলাই দেশের সব জনগণকে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনা মূল্যে দেবে সরকার