প্রধান উপদেষ্টার নেতৃত্বকে অকুন্ঠ সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলো
Published: 24th, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের অকুণ্ঠ সমর্থন জানানোর বিষয়টি এক ব্রিফিংয়ে উল্লেখ করেছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘তাঁরা (তিনটি দলের নেতারা) বলেছেন...চিফ অ্যাডভাইজারের (প্রধান উপদেষ্টা) নেতৃত্বে আস্থা আছে। এবং তাঁকে অনুরোধ করেছেন যাতে.
আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বৈঠকে প্রতিটি দল নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছে। রাজনৈতিক দলগুলো তাঁকে (প্রধান উপদেষ্টা) পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছে এবং বলেছে, তাঁর নেতৃত্বেই যেন বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়।
আজ সন্ধ্যা থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রাজনৈতিক দলগুলো বিচার, নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা করেছে। তিনটি দলের সঙ্গে বৈঠকেই উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রীয়াজ। তবে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকলেও এনসিপির বৈঠকে তিনি ছিলেন না।
বৈঠকে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চেয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলেছেন, সেটিকে সমর্থন করেছে জামায়াত ও এনসিপি। একই সঙ্গে দল দুটি মনে করছে, ইসি সংস্কার না করলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত হবে না।
শফিকুল আলম বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচারপ্রক্রিয়া এ মাসেই শুরু হবে বলে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ডিসেম্বরে নির্বাচনের যে দাবি বিএনপি করছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য কী—সাংবাদিকদের এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে।
দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি—এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া কী ছিল, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘উনি এটা শুনেছেন।’
উপদেষ্টা বদলের কোনো সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আজকে বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি।’
প্রধান উপদেষ্টার পদত্যাগের মনোভাব পরিবর্তন হয়েছে কি না—এমন এক প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় পড়েছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক ড স ম বর ও এনস প বল ছ ন ব এনপ
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু