Risingbd:
2025-11-03@07:36:43 GMT

চ‌্যাম্পিয়ন কোচের ‘দলবদল’

Published: 25th, May 2025 GMT

চ‌্যাম্পিয়ন কোচের ‘দলবদল’

আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুম মাঠে গড়াবে। লিগের ‘ঠিক-ঠিকানা’ এখনো কিছুই ঠিক হয়নি। কিন্তু দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার তারকা ক্রিকেটারদের নিয়ে বিগ বাজেটে দল গুছিয়েছিল রূপগঞ্জ। কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি।

চ‌্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। সেই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার। দল গোছানোর আগে হান্নানকেই দলে টানল রূপগঞ্জ। আগামী বছরের প্রিমিয়ার লিগে হান্নান রূপগঞ্জকে কোচিং করাবেন। এ খবর নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান।

তিনি লিখেছেন, ‘‘আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রুপগঞ্জে যাচ্ছি। সংবাদটা জানাতে কষ্ট যে লাগছে না, তাও না। নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর আবাহনীই ছিল সেই দল, যারা আমাকে স্বপ্ন পূরণের যেই অনেক বড় রাস্তা, সেই পথে হাঁটার সুযোগ করে দিয়েছিল। আবাহনীর সবার থেকেই যে পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি আর তাদের যে পরিমাণ আস্থা জিততে পেরেছি, নিশ্চিতভাবেই আগামী দিনগুলোতে তা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’’

চ‌্যাম্পিয়ন কোচের দলবদলের পেছনে কিছু ভাবনা কাজ করেছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আবাহনী আগামী মৌসুমে কেমন দল গড়তে পারে দ্বিধায় আছেন হান্নান। অনিশ্চয়তায় থাকতে চাননি। এজন‌্য রূপগঞ্জের প্রস্তাব লুফে নিয়েছেন।

‘‘অন্য যেকোনো সময়ের চেয়েই অনেক অনেক কম বাজেটে একটা দল গুছানো, সেই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া খুব একটা সহজ ছিল না। আমরা সবাই মিলেই চেষ্টা করে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী মৌসুমে কি হবে, কেমন বাজেট থাকবে সবকিছু নিয়েই এই মুহূর্তে অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চয়তার জন্যই দলটার প্রধান মানুষদের সাথে বসা, তাদের সাথে আলাপ করা এবং পরামর্শ চাওয়া! সবশেষে এই সিদ্ধান্তে পৌঁছানো যে, পরের মৌসুমে আর আবাহনীর সাথে থাকছি না। পুরো ব্যাপারটাই হয়েছে খুব সুন্দর আলোচনার মধ্য দিয়েই। তারাও আমাকে শুভকামনা জানিয়েছে, আমিও মন থেকে তাদের ধন্যবাদ জানাই। আবাহনী সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’’

রূপগঞ্জে শেষ আসরে তানজিদ হাসান তামিম, সৌম‌্য সরকার, মাহেদী হাসান, আকবর আলী, সাইফ হাসান, আফিফ হোসেন, জাকের আলী, শরিফুল ইসলা, তানজিম হাসান সাকিবদের নিয়ে দল গুছিয়েছিল। আগামী বছর তারা মোস্তাফিজ, তাসকিনকেও নিতে পারে। বড় দল নিয়ে কাজ করার চ‌্যালেঞ্জটা নিয়েছেন হান্নান,

‘‘সব ঠিক থাকলে নতুন গন্তব্য লিজেন্ডস অব রুপগঞ্জ। আরও একবার নতুন চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। অনেক বড় দলে কাজ করলে যেই চাপটা থাকে তা হলো, দিনশেষে সবাই নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়। আমিও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত।

‘‘সবসময়ই চেয়েছি এমন কোথাও থাকতে, যেখানে পুরো দল বিশ্বাস করবে তারা যে চ্যাম্পিয়ন হতে পারে কিংবা হবে। আশা করি, তেমনই একটা দল নিয়ে আপনাদের সামনে আসব নতুন মৌসুমে। হয়তো সেই দল আপনাদেরও স্বপ্ন দেখাবে, অনুভব করাবে, "ওরাই এবার চ্যাম্পিয়ন হতে পারে।"’ – যোগ করেন হান্নান।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ ক জ কর দল গ ছ স ই দল

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ