ঢাকায় আরেক ফিলিপস: স্বপ্ন গ্লেনের সঙ্গে বিশ্বকাপ খেলা
Published: 25th, May 2025 GMT
পুরস্কার বিতরণী মঞ্চ তৈরির কাজ চলছে তখন। অপেক্ষায় দাঁড়িয়ে সবাই। সবার মধ্যেও আলাদা একজন। এদিক–ওদিক ছুটে বেড়াচ্ছেন, একটু পর শুয়ে পড়লেন ঘাসেই। কিছুক্ষণ পর উঠে মাঠে থাকা একটা বোতল নিয়ে ফেললেন ডাস্টবিনে। লোকটার নাম ডেল ফিলিপস।
বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড ‘এ’ দলের এই ক্রিকেটারের নামটা শুনে আপনার নিশ্চয়ই অন্য এক ফিলিপসের কথা মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। দুজনের একটা সম্পর্ক তো আছেই। নিউজিল্যান্ড জাতীয় দলের তারকা গ্লেন ফিলিপসের ভাই ডেল ফিলিপস।
গ্লেন দুই বছরের বড়। তবে ছোটবেলা থেকে দুজনই একসঙ্গে ক্রিকেট খেলে বেড়ে উঠেছেন। একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও, এই বাংলাদেশেই। দুবার আসার এই অভিজ্ঞতাটুকু কেমন জানতে চাইলে বেশ উচ্ছ্বাস নিয়েই ডেল বললেন, ‘বাংলাদেশে এলে খুব ভালো লাগে। এখানকার আতিথেয়তা দারুণ।’
২০১৬ সালের সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই ভাই একসঙ্গে এলেও এবার শুধু ডেল। কারণ, বড় ভাই এরই মধ্যে ‘এ’ দলের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের বড় তারকা হয়ে গেছেন।
গ্লেন ফিলিপস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অধ্যাপক ও সহযোগী অধ্যপক পদে একসঙ্গে ২ হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।
আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট২০ নভেম্বর ২০২৫