গ্রাম আদালতকে সক্রিয় করতে বগুড়ার শাজাহানপুরে প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.

তাইফুর রহমান। রোববার এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী। 

এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম।

প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমান, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

কনসার্টে আসা মানুষের সঙ্গে ‘যোগ’ দিল ভালুক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সম্প্রতি বন্য প্রাণীর সঙ্গে মানুষের মিলেমিশে থাকার অদ্ভুত এক নজির স্থাপিত হয়েছে। গত সপ্তাহে অঙ্গরাজ্যের মরিসনে এ ঘটনা ঘটেছে। রাজ্যের রেড রকস অ্যামফিথিয়েটারের সামনে কনসার্টে ঢোকার জন্য দর্শকেরা অপেক্ষা করছিলেন। এমন সময় সেখানে আকস্মিকভাবে দুটি ভালুক উপস্থিত হয়। দর্শকেরা মজা করে বলছেন, তারা কি সংগীতপ্রিয় মানুষের মতো ‘সংগীতের প্রতি আকৃষ্ট’ হয়ে সেখানে গেছে।

কলোরাডোর মরিসনে অবস্থিত ওই ঐতিহাসিক রেড রকস ভেন্যুর সামনে ‘ইনটু দ্য ওয়াইল্ড ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে চলছিল যুক্তরাষ্ট্রের গায়ক রসেল জেমস ভিটালের একক কনসার্ট, যা সংক্ষেপে রাস শো হিসেবে পরিচিত। এতে অতিথি শিল্পী ছিলেন বিগ সিয়ান ও সাবরিনা ক্লাউডিও।

কনসার্টে ঢোকার জন্য দর্শকেরা ভেন্যুর সামনে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় দুটি ভালুক অনেকটা নির্ভয়ে মানুষের কাছাকাছি চলে আসে।

ভেন্যুর কর্মী জন অ্যামান্ডসনের তোলা একটি ছবিতে দেখা যায়, একটি ভালুক একটি মোড় ঘুরে মানুষের সারির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভালুক দুটি মোটেও আগ্রাসী ছিল না; বরং শান্ত ছিল এবং পরস্পরের সঙ্গে খেলাধুলা করছিল। জন বলেন, ‘তারা পালিয়ে না গিয়ে রাস্তা পার হয়েছিল। এ সময় তাদের দেখে (দর্শকদের) সবাই শান্ত ছিল। ভালুকদের দেখে খুব একটা বিরক্তও হয়নি।’

এক দর্শক কাছাকাছি অবস্থান থেকে ভালুকদের ভিডিও ধারণ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই জায়গায় ভেন্যুর বাইরে ভালুক দেখার এটাই প্রথম ঘটনা বলে জানান জন।

রেড রকসের কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ভেন্যু পার্কল্যান্ড (সবুজ স্থান বা পার্ক এলাকা) এবং ট্রেইল (হাঁটার বা সাইকেল চালানোর রাস্তা) দিয়ে ঘেরা। তাই বছরের যেকোনো সময় এখানে নানা প্রাণী দেখতে পাওয়া যায়। আমরা সবাইকে বন্য প্রাণীদের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করি। প্রয়োজনে সাহায্যের জন্য পার্ক রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করতে বলি।’

রেড রকসের বিশেষ পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এই ঘটনা বিস্ময়কর। পাশাপাশি এটা স্মরণ করিয়ে দেয়, আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ। ভালোবাসা, গান আর প্রকৃতির মেলবন্ধনই যেন এই ভেন্যুর আসল রূপ।

সম্পর্কিত নিবন্ধ