মায়ামির মিডফিল্ডে দেখা যেতে পারে মেসি–মদরিচ জুটি
Published: 25th, May 2025 GMT
রিয়াল মাদ্রিদে লুকা মদরিচের আরও এক মৌসুম থাকার গুঞ্জন ছিল। মদরিচ নিজেই নাকি আরও এক মৌসুম থেকে তারপর রিয়াল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ক্রোয়াট কিংবদন্তির সেই চাওয়া পূরণ হচ্ছে না। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর কথা আগেই জানিয়েছেন মদরিচ।
রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই অবশ্য অবসর নিচ্ছেন না মদরিচ। খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। তবে ৩৯ পেরোনো মদরিচের ইউরোপে খেলার সম্ভাবনা কম। এরই মধ্যে জোর গুঞ্জন রিয়াল ছেড়ে মদরিচ ইন্টার মায়ামিতে যেতে পারেন, যেখানে তিনি জুটি বাঁধবেন লিওনেল মেসির সঙ্গে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, গত বছর থেকেই মদরিচকে দলে টানার বিষয়টি নিয়ে ভাবছেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। এর মধ্যে গত এপ্রিলে মেসি নিজেই নাকি ক্লাবকে অনুরোধ করেছেন মদরিচকে যেন নিয়ে আসা হয়।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে মেসি–রোনালদোর এক দলে খেলার সম্ভাবনা দেখেন ফিফা সভাপতি২৪ মে ২০২৫এখন মদরিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেই গুঞ্জন আরও তীব্র হলো। মদরিচ যোগ দিলে সন্দেহাতীতভাবেই শক্তিশালী হবে মায়ামির মিডফিল্ড। পাশাপাশি মেসির সঙ্গে মাঝমাঠে তাঁর জুটিটাও হবে দেখার মতো।
লুকা মদরিচ রিয়াল ছাড়তে যাচ্ছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মদর চ র
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু