Samakal:
2025-11-02@16:42:32 GMT

বিপিএলের বকেয়া দেবে কে

Published: 25th, May 2025 GMT

বিপিএলের বকেয়া দেবে কে

বিপিএল শেষ হওয়ার সাড়ে তিন মাস হয়ে গেলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী পরিশোধ করেনি। এ দিক দিয়ে দুর্বার রাজশাহীর বকেয়া সবচেয়ে বেশি। দেশি ক্রিকেটাররা ২৫ শতাংশ আর বিদেশিরা পাবে ৭৪ হাজার ডলার। এ বকেয়া কে পরিশোধ করবে, জানা নেই। চিটাগং কিংসের প্রাইজমানি থেকে বকেয়া ১ কোটি টাকা কেটে রাখার পরও আড়াই কোটি টাকা পাবে বিসিবি। 

বিসিবির কাছে রাজশাহীর বিদেশিদের নালিশ: গত বিপিএলে সবচেয়ে সমালোচিত দল ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের সম্মানী না দেওয়া, হোটেল ও বাসের বিল পরিশোধ করতে না পারার সঙ্গে ফিক্সিং ইস্যুতে প্রচণ্ড সমালোচনায় পড়েন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। ক্রিকেটারদের টাকা পরিশোধ না করে বিদেশে পালাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক আটক হন তিনি। চাপের মুখে দেশি ক্রিকেটারদের ৭৫ শতাংশ সম্মানী পরিশোধ করলেও বাকি ২৫ শতাংশ দেওয়ার উদ্যোগ নেই। 

ক্রিকেটার সানজামুল হোসেন জানান, দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা চেয়ে বার্তা দেওয়া হলেও শফিকের সাড়াশব্দ নেই। বিসিবি থেকে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি ক্রিকেটারদের দেড় কোটি টাকা বকেয়া রেখেছে রাজশাহী। বিদেশি ক্রিকেটারদের নালিশ অনুযায়ী লাহিরু সামারাকুন ১১ হাজার ডলার, মোহাম্মদ হারিস ২৪ হাজার, রায়ান বার্ল ১২ হাজার ৭৫০ এবং মার্ক দেয়াল ১০ হাজার ডলার পাবেন। কোচিং স্টাফে ইজাজ আহমেদ ৯ হাজার ডলার, সহকারী কোচ রাও ইফতেখার ৩ হাজার ৭৫০ ও ভিডিও অ্যানালিস্ট ফয়সাল ৩ হাজার ডলার পাবেন। 

মিথ্যা আশ্বাস চিটাগংয়ের: চিটাগং কিংসের কাছে ২০১২ ও ২০১৩ সালের বিসিবির পাওনা ছিল ৯ কোটি টাকা। বিসিবির তহবিল থেকে ফ্র্যাঞ্চাইজিটির দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মানী এবং অন্যান্য দেনা পরিশোধ করা হয়েছিল। বিগত এক দশকে সে টাকা পরিশোধ না করা এ ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা ছাড় নিয়ে সাড়ে ৩ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকানা ফিরে পেয়েছিলেন। 

সে টাকা পরিশোধ না করেই একাদশ বিপিএলে খেলার সুযোগ পান তিনি। টুর্নামেন্টজুড়ে রাজশাহীর মতো চিটাগংও নানা ইস্যুতে বিতর্কিত হয়েছে। দেশি ক্রিকেটারদের সম্মানী বকেয়া রেখে বিসিবির কাছ থেকে রানার্সআপ প্রাইজমানি চেয়েছিলেন দেড় কোটি টাকা। বিসিবি সভাপতি সে টাকা না দিয়ে ক্রিকেটারদের ৯২ লাখ টাকা বকেয়া পরিশোধ করে।

ফ্র্যাঞ্চাইজি ফির বকেয়া ১৫ লাখ টাকা কেটে রাখে বোর্ড। টিকিট বিক্রির রেভিনিউ শেয়ার থেকেও ৫৫ লাখ টাকা পাবে দলটি। ক্রিকেটারদের সম্মানী পরিশোধ, ফ্র্যাঞ্চাইজি ফি কর্তনের পর ১ কোটি ৩ লাখ টাকা আগের বকেয়া সমন্বয় করেছে বিসিবি। হাতে কেটে রাখার পরও দেশি ক্রিকেটারদের ৮০ লাখ টাকা, বিসিবির আড়াই কোটি এবং বিদেশিদের সম্মানী বাকি রাখে চিটাগং। 

সামির কাদের ব্যাখ্যা: প্রাইজমানি থেকে ১ কোটি টাকা বকেয়া সমন্বয় করেছি। ৫০ লাখ টাকা সামনে দিয়ে দেব। দেশের কয়েকজন ক্রিকেটারের কিছু বকেয়া আছে। বিদেশি দুই ক্রিকেটার কিছু টাকা পাবেন। শহিদ আফ্রিদি এবং কোচিং স্টাফের বকেয়া নিয়ে কথা হয়েছে। সময় সুযোগ করে সব পরিশোধ করে দেব। 

শন টেইট: চিটাগং কিংসের কোচ শন টেইট এখন জাতীয় দলের পেস বোলিং কোচ। ফ্র্যাঞ্চাইজির দেওয়া তথ্যমতে প্রধান কোচ সাড়ে ৩ হাজার ডলার পাবেন। টেইটের দাবি আরও বেশি। বিসিবির সঙ্গে বোলিং কোচ হিসেবে চুক্তি করার সময় ফ্র্যাঞ্চাইজি পাওনা তুলে দেওয়ার শর্ত ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলারের। জানা গেছে, টেইটের শর্তে আপত্তি করেনি বিসিবি।
  
ঢাকা, খুলনা, সিলেট বকেয়া পরিশোধ করেনি: ঢাকা ক্যাপিটালসে দেশি ক্রিকেটারদের ৭০ লাখ টাকা বকেয়া আছে। টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ ৪৫ লাখ টাকা খেলোয়াড়দের মধ্যে সরাসরি বণ্টন করে দেবে বলে জানায় বিসিবি। খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্সও ক্রিকেটারদের পুরো সম্মানী পরিশোধ করেনি। তাদের রেভিনিউ শেয়ারের ভাগের টাকা খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানা গেছে।  

বিসিবির খাতায় ক্লিন বরিশাল ও রংপুর: বিপিএলের টানা দুবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানীর টাকা পরিশোধ করেছে বলে লেখা হয়েছে বিসিবির খাতায়। 

বিপিএলের ভবিষ্যৎ: ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে ভারতে অনুষ্ঠিত হবে। সে কারণে আইএল টি২০ ক্রিকেট লিগ এক মাস এগিয়ে ২০২৫ সালের ২ ডিসেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। বিসিবিরও পরিকল্পনা ছিল ১ ডিসেম্বর থেকে বিপিএল আয়োজনের। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ‘আমরা আইএল টি২০ লিগের সঙ্গে ক্লাশ করতে চাইনি। কারণ ওই লিগে আটজন বিদেশি খেলে প্রতি দলে। তাই ডিসেম্বরে বিপিএল করতে চেয়েছিলাম। যেহেতু তারা এগিয়ে এসেছে, আমরা ২৫ ডিসেম্বর থেকে শুরু করতে চাই।’ 

ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে উদ্যোগ নেই: বিপিএলের আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে বিসিবিকে। সাত না পাঁচ দল নিয়ে লিগ করবে, সে সিদ্ধান্ত নেওয়ার আছে। এ ছাড়া বিতর্কিত দুই ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর শফিকুর রহমান ও সামির কাদের চৌধুরীকে না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। যদিও সামির কাদের আগামীতেও  ফ্র্যাঞ্চাইজি থাকতে চান। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ফ র য ঞ চ ইজ ড স ম বর ব প এল র র বক য়

এছাড়াও পড়ুন:

৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।”

আরো পড়ুন:

বরগুনায় জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মামুন 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান বলেন, “বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নেবেন।”

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে মন্তব্য করে তারেক রহমান বলেন, “দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?... এমন তো হবার কথা ছিল না।”

বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।”

শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজত পলাতক স্বৈরাচার দেশে ‘ফ্যাসিবাদ কায়েম করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, “বিগত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।”

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে মন্তব্য করে তারেক রহমান জানান, তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থা, ভালোবাসা থাকায় সে সংকট কাটিয়েছে তার দল।

তারেক রহমান বলেন, “দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি।”

দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে সামাজিক উদাসীনতা প্রকট হয়ে উঠছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে বলেন, “নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসেবে গণ্য হতে পারে না।”

সেজন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজকে তাদের দাবি সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জে ড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ