চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাহিরা আলী মিশু সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলীমুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। 

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ৩৩টি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিরা অনলাইনে ভোটাভুটির মাধ্যমে বেছে নেন নতুন নেতৃত্ব।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি পদে আইন বিভাগের মোছা.

রুপালী খাতুন, পদার্থবিজ্ঞানের মোরশেদ আলম এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের আসিফ হোসেন রনি ও ইংরেজি বিভাগের হাফিজ আল আসাদ নিরু নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের তারেক আজিজ, রাজনীতি বিজ্ঞানের শেফালী সুমি এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের নাঈম। অর্থসম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের আনোয়ার হোসাইন, আইন সম্পাদক পদে আইন বিভাগের ওমর ফারুক (খালেদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তারেক মাহমুদ এবং দপ্তর সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ বশির উল্লাহ সাইমুম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে উদ্ভিদবিদ্যা বিভাগের ইউসুফ আলী, বিবিএ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আনোয়ার হোসেন মামুন, ফরেস্ট্রি বিভাগের ফিরুজ উজ জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সজীব ত্রিপুরা, ব্যবস্থাপনা বিভাগের মোজাম্মেল হুসেন এবং অর্থনীতি বিভাগের ইশরাত মাহ-নুর (এশা) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন চবি ৪২তম ব্যাচের পদার্থবিদ্যা বিভাগের মুহাম্মদ মাহফুজুল আলম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের মো. শরীফুজ্জামান।

নবনির্বাচিত নেতারা ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-কে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, সংগঠনটির কার্যক্রমে আরও সৃজনশীলতা ও গতি আনয়ন করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ