চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাহিরা আলী মিশু সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলীমুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। 

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ৩৩টি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিরা অনলাইনে ভোটাভুটির মাধ্যমে বেছে নেন নতুন নেতৃত্ব।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি পদে আইন বিভাগের মোছা.

রুপালী খাতুন, পদার্থবিজ্ঞানের মোরশেদ আলম এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের আসিফ হোসেন রনি ও ইংরেজি বিভাগের হাফিজ আল আসাদ নিরু নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের তারেক আজিজ, রাজনীতি বিজ্ঞানের শেফালী সুমি এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের নাঈম। অর্থসম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের আনোয়ার হোসাইন, আইন সম্পাদক পদে আইন বিভাগের ওমর ফারুক (খালেদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তারেক মাহমুদ এবং দপ্তর সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ বশির উল্লাহ সাইমুম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে উদ্ভিদবিদ্যা বিভাগের ইউসুফ আলী, বিবিএ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আনোয়ার হোসেন মামুন, ফরেস্ট্রি বিভাগের ফিরুজ উজ জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সজীব ত্রিপুরা, ব্যবস্থাপনা বিভাগের মোজাম্মেল হুসেন এবং অর্থনীতি বিভাগের ইশরাত মাহ-নুর (এশা) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন চবি ৪২তম ব্যাচের পদার্থবিদ্যা বিভাগের মুহাম্মদ মাহফুজুল আলম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের মো. শরীফুজ্জামান।

নবনির্বাচিত নেতারা ‘ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-কে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, সংগঠনটির কার্যক্রমে আরও সৃজনশীলতা ও গতি আনয়ন করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ