শ্রীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি হান্নান, সম্পাদক রানা
Published: 25th, May 2025 GMT
মাহফুল হাসান হান্নানকে সভাপতি ও আব্দুস সালাম রানাকে সাধারণ সম্পাদক করে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিন সদস্যের সার্চ কমিটি নতুন এ কমিটির নাম ঘোষণা করেন। সার্চ কমিটিতে ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালের কণ্ঠের শাহীন আকন্দ ও এশিয়ান টিভির আরিফ খান আবির।
এর আগে শনিবার রাতে বণিক বার্তার মাহফুল হাসান হান্নানকে সভাপতি ও ৭১ টিভির আব্দুস সালাম রানাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজল (দিনকাল), সহ-সভাপতি মোতাহার খান (জিটিভি), সহ-সভাপতি মাহবুবুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), সহ-সম্পাদক শিহাব খান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন (সমকাল), কোষাধ্যক্ষ পদে আদনান মামুন (আনন্দটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান লিটন (সময়ের আলো), দপ্তর সম্পাদক জুনায়েদ আকন্দ (সরেজমিন), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোশাররফ হোসাইন তযু (আলোকিত বাংলাদেশ), তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান বিপু (আনন্দ বাজার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল আলম সুমন (আমার বার্তা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল লতিফ (আমাদের সময়), শাহীন আকন্দ (কালের কণ্ঠ), শফিকুল ইসলাম (ভোরের আকাশ), নূরে আলম সিদ্দিকী (খোলা কাগজ) ও সাদিক মৃধা (প্রথম আলো)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু