ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকার রুবেল হোসেন নামে এক ব্যক্তির দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়।

সোমবার (১৬ মে) দুপুর ২টার দিকে অস্ত্র উদ্ধার হয় বলে জানান কালীগঞ্জ থানার এসআই হাসান আলী।

রুবেল একই এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান স্থানীয়রা। 

আরো পড়ুন:

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

টাঙ্গাইলে সন্ত্রাসীদের হামলায় ঠিকাদার আহত, ফাঁকা গুলি

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- কয়েকটি দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, লোহার রড ও রেললাইনের পাথর। ঘটনার পর থেকে রুবেল পলাতক।

স্থানীয়রা জানান, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেন রুবেল। দোকানে আসবাবপত্র তৈরির কাজ চলছিল। আজ সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করেন রুবেল।

এরপর তার দোকানে ধারালো অস্ত্র ও ককটেলের সন্ধান মেলে। এ সময় রুবেলের মা দোকানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

কালীগঞ্জ থানার এসআই হাসান আলী বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।একটি কালো রঙের টেপ জড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। সেটি বিস্ফোরক জাতীয় কিনা তা পরীক্ষা করে বলা যাবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র ককট ল

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ