এবার চামড়ার দাম নিশ্চিতে বিশেষ তৎপরতা থাকবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
Published: 26th, May 2025 GMT
এই ঈদে চামড়ার দাম নিশ্চিতে সরকার বিশেষভাবে তৎপর থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, চামড়ার দামটা মূলত গরিবেরা পান। তাই এটার দাম যেন ঠিক থাকে, সে জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই কাঁচা চামড়া রপ্তানি পর্যন্ত সংরক্ষণে সরকার পাশে থাকবে। ইতিমধ্যে কোরবানি ঈদ সামনে রেখে পশুর চামড়ার দাম নির্ধারণ ও কাঁচা লবণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
‘দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা। আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ বা কেআইবি মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘কোরবানির ঈদে গরু মোটাতাজা করা হয়। কিন্তু এসব পশু কতটা নিরাপদ, সেই প্রশ্ন থেকে যায়। এসব পশু যেন হাটে না আনা হয়, সেটা আমরা দেখছি।’ কোরবানির মাংস বিতরণ নিয়ে উপদেষ্টা বলেন, গরিবদের মধ্যে সেভাবে মাংস বিতরণ করা হয় না। তাই ঈদের আগে ফ্রিজ বিক্রি বেড়ে যায়। এটা খুবই দুঃখজনক।
বিশেষ অতিথির বক্তব্যে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, অন্তত এক–তৃতীয়াংশ মাংস গরিবদের মধ্যে বিতরণ করা উচিত।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা তাবিথ আউয়াল ও এনসিপি নেতা সামান্তা শারমিন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।