কানাডার নতুন সরকারের সঙ্গে কি সম্পর্ক উষ্ণ হবে ভারতের
Published: 26th, May 2025 GMT
কানাডার সঙ্গে ভারতের জমাটবাঁধা কূটনৈতিক সম্পর্ক সম্ভবত গলতে শুরু করেছে। গতকাল রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা হয় কানাডার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের। এর আগে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘এক্স’ বার্তায় অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
কানাডায় বসবাসকারী খালিস্তান আন্দোলনে মদদ দেওয়ার প্রশ্নে বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। নতুন প্রধানমন্ত্রী কার্নিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা ও ভারতীয় বংশোদ্ভুত কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে জয়শঙ্করের ফোনালাপের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, সম্পর্ক ভালো করতে ভারত ও কানাডা দুই দেশই আগ্রহী। মনে করা হচ্ছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তার পর দ্বিপক্ষীয় সম্পর্কের জমাটবাঁধা বরফ গলতে শুরু করবে।
ফোনে আলোচনার পর জয়শঙ্কর ‘এক্স’ বার্তায় বলেন, ‘কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে কথা হলো। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। দুই দেশের সম্পর্কের সম্ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। তাঁর সাফল্য কামনা করেছি।’
একইভাবে অনিতা আনন্দও ‘এক্স’ বার্তায় জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো গভীরতর করা ও অভিন্ন অগ্রাধিকারগুলো ত্বরাণ্বিত করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যৌথভাবে কাজ করতে মুখিয়ে আছি।’
ওই ঘটনার পর থেকে ক্রমেই ভারত–কানাডা সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ভারতের অভিযোগ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ট্রুডো শিখ সমর্থনের জন্য ওই অভিযোগ তুলেছেন। সম্পর্কের অবনতির ফলে দুই দেশই কূটনীতিকদের বহিষ্কার করে।
গত এপ্রিলে নির্বাচনে জয়ী হয়ে মার্ক কার্নি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোদি। ‘এক্স’ বার্তায় লিখেছিলেন, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ অভিন্ন। দুই দেশই আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। দুই দেশের জনগণের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার জন্য তিনি অপেক্ষায় থাকছেন।
জয়শঙ্কর–আনন্দের সংলাপ কতটা কার্যকর, তা বোঝা যাবে আসন্ন জি–৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতকে কানাডা আমন্ত্রণ জানায় কি না। বিগত ছয়টি শীর্ষ সম্মেলনে ভারত বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে। এ বছর কানাডা জি–৭ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে। কানাডার আলবার্তায় শীর্ষ সম্মেলন শুরু হবে ১৫ জুন। চলবে ১৭ জুন পর্যন্ত।
কানাডা ইতিমধ্যেই এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদোমির জেলেনস্কিকে। গত সপ্তাহে হোয়াইট হাউস থেকে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ছাড়া এই গোষ্ঠীর বাকি সদস্যদেশ হলো ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।
ভারত আমন্ত্রিত হলে প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। সে ক্ষেত্রে সম্পর্কের জমাটবাঁধা বরফও দ্রুত গলতে শুরু করবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পরর ষ ট রমন ত র আনন দ র আমন ত র ক জ কর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫