নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রামে নেওয়ার পথে মহাসড়কে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। গতকাল সোমবার রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল–সংলগ্ন একটি খালি জায়গা থেকে এসব গরু উদ্ধার করা হয়েছে।

অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. তামিম ও আনোয়ার হোসেন। তাঁদের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নে। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বগুলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই ১২টি গরু লুট হয়। এসব গরু একটি পিকআপ ভ্যানে করে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। লুটের ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করেন গরুর মালিক মো.

মাহফুজ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তামিম স্থানীয় ডাকাত দলের সদস্য। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া গরু উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে লুটের ঘটনায় যুক্ত অভিযোগে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মহাসড়কে গতিরোধ করে ১২টি গরু লুট করা হয়েছিল। পুলিশের অভিযানে এসব গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরুর বাজারমূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ