রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
Published: 27th, May 2025 GMT
রাজশাহী নিউ মার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামে একটি বহুতল শপিং সেন্টারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে সেখানে। বহুতল এই বাণিজ্যিক ও আবাসিক ভবনের মালিক আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, থিম ওমর প্লাজার সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।
আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ২ জনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাত তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
টালিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার টালিউডে হাজির হচ্ছেন প্রথম সিনেমা নিয়ে। অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২২ সালে, তবে নানা কারণে তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার অভিনেতা আবির চ্যাটার্জি, আর নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যে তার শিকড় খুঁজতে কলকাতায় আসে।
নওশাবা বলেন, “সিনেমায় আমি আর আবির দুজনেই ফেলুদাভক্ত। গল্পের প্রতিটি পরতে পরতে আছে ফেলুদা ও সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা, যদিও এটি সরাসরি গোয়েন্দা কাহিনি নয়।”
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, “সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে সুযোগ পাই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে—স্বপ্ন সত্যি হচ্ছে।”
সব ঠিক থাকলে মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে নওশাবার। এটি তার জন্য শুধু একটি সিনেমা নয়, বরং টালিউডে নতুন এক অধ্যায়ের শুরু।
ঢাকা/রাহাত//