দক্ষিণ এশিয়ার অন্যতম অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়া-ফেস্টে’র অ্যাবি অ্যাওয়ার্ডসে একটি সিলভার ও একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্লুডিং ইন্ডিয়া)’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড জিতেছে তারা।

গ্রামীণফোনের জন্য করা ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ ক্যাম্পেইনের জন্য সিলভার অ্যাওয়ার্ড আর ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য গোল্ড অ্যাওয়ার্ড এসেছে। এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই অর্জন করেছে এই অ্যাওয়ার্ড।

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাবের যৌথ উৎসব ‘গোয়া-ফেস্ট’ শুধু সৃজনশীলতা ও মিডিয়া পারফরম্যান্সের স্বীকৃতির জায়গা নয়, বরং দক্ষিণ এশিয়ার অ্যাডভারটাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ