শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রেজাউল করিম হীরাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে, পুলিশ বলছে, শেরপুরে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। নিরাপত্তার স্বার্থেই তাকে থানায় নেওয়া হয়েছে। মঙ্গ

লবার সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন। এ খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এসে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ এবং তার শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ তাকে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় রেজাউল করিম হীরার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু বলেছেন, “রেজাউল করিম হীরা জমি বিক্রি করতে এখানে এসেছেন। সঙ্গে তার স্ত্রী ও গাড়িসহ চালকও ছিলেন। ওনাকে আমরা থানায় দিয়েছি। আমরা তার বিচার চাই।” 

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জুবায়দুল আলম বলেছেন, রেজাউল করিম হীরার বাড়ি জামালপুর জেলায়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ব্যানারে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

ঢাকা/তারিকুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম মন ত র

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ