শেরপুরে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ
Published: 27th, May 2025 GMT
শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রেজাউল করিম হীরাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে, পুলিশ বলছে, শেরপুরে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। নিরাপত্তার স্বার্থেই তাকে থানায় নেওয়া হয়েছে। মঙ্গ
লবার সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন। এ খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এসে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ এবং তার শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ তাকে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় রেজাউল করিম হীরার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু বলেছেন, “রেজাউল করিম হীরা জমি বিক্রি করতে এখানে এসেছেন। সঙ্গে তার স্ত্রী ও গাড়িসহ চালকও ছিলেন। ওনাকে আমরা থানায় দিয়েছি। আমরা তার বিচার চাই।”
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ব্যানারে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।
ঢাকা/তারিকুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম মন ত র
এছাড়াও পড়ুন:
কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।
এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫