হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব চুক্তি বাতিল করার জন্য ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছে। এসব চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি ডলার তহবিল দেওয়ার কথা ছিল হার্ভার্ডকে। ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি হার্ভার্ডের ওপর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)। তবে হার্ভার্ড এসব অভিযোগ অস্বীকার করেছে এবং হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়।

জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা জোশ গ্রুয়েনবাউম ক্রয় নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, “আমরা সুপারিশ করছি যে আপনার সংস্থার সুবিধার্তে প্রতিটি চুক্তি বাতিল করুক যাতে নির্ধারণ করা যায় যে, তারা তাদের মান পূরণ করতে ব্যর্থ হয়েছে।”

মঙ্গলবারের চিঠিতে হার্ভার্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে। এগুলোর মধ্যে দাবি করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি প্রক্রিয়ায় "‘বর্ণ বৈষম্যের সাথে জড়িত’এবং ‘ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার জন্য তাদের উদ্বেগের অভাব।’

আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছিল। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধানের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড। ওই দিনই বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য ব ত ল কর

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ