১৩ ম্যাচে ১২ বার ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫১ রান। স্ট্রাইক রেট ১০৭.০৯। এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলার আগে এমনই ছিল ঋষভ পন্তের পরিসংখ্যান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ভারতীয় উইকেটকিপার সবকিছু যেন তুলে রেখেছিলেন শেষ ম্যাচের জন্য। লক্ষ্ণৌয়ে আজ মৌসুমে নিজের শেষ ম্যাচে ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে বেড়ানো পন্ত ৬১ বলে করেছেন অপরাজিত ১১৮ রান।

পন্তের ৮ ছক্কায় সাজানো ইনিংসে ভর করে লক্ষ্ণৌ করে ৩ উইকেটে ২২৭ রান। এই রানও যথেষ্ট হয়নি লক্ষ্ণৌর। জীতেশ শর্মার অবিশ্বাস্য এক ইনিংসের কাছে হেরে গেছেন পন্তরা। ৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন জীতেশ। আর প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে তাঁদের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব কিংস। অন্যদিকে প্লে-অফের আগেই বিদায় নেওয়া লক্ষ্ণৌ এবারের আইপিএল শেষ করল সপ্তম হয়ে। ১৪ ম্যাচে দলটির পয়েন্ট ১২। প্রথম পর্বে দ্বিতীয় হওয়া বেঙ্গালুরুর ১৯।

নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ও আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল জীতেশের বেঙ্গালুরু। জীতেশ যখন উইকেটে আসেন ১১.

২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান বেঙ্গালুরুর। সেখান থেকে মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ৫২ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে জেতালেন ৩১ বছর বয়সী জীতেশ। ৩৩ বলে ৮৫ রান করা জীতেশ মেরেছেন ৬টি ছক্কা। ৪৯ রানে দাঁড়িয়ে ক্যাচ দিয়েও নো দিগ্বেশ রাঠির নো বলের সৌজন্যে বেঁচে যাওয়া জীতেশ পরের বলে ফ্রি হিটে ছক্কা মেরে পেয়ে যান ফিফটি। সেই জীতেশ ১৯তম ওভারের চতুর্থ বলে আয়ুশ বাদোনিকে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন।

জীতেশের সঙ্গী আগারওয়াল ২৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে ৩০ বলে ৫৪ রান করেন ওপেনার বিরাট কোহলি। ৬১ রানের উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী ফিল সল্ট ১৯ বলে করেন ৩০ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল লক্ষ্ণৌকে। পন্ত ব্যাটিংয়ে নামেন তৃতীয় ওভারে ম্যাথু ব্রিটজকে দলকে ২৫ রানে রেখে আউট হওয়ার পর। পন্ত-ঝড়ের সূচনা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে। নিজের চতুর্থ বলে যশ দয়ালকে স্লগ সুইপ করে পেয়ে যান ৮ ছক্কার প্রথমটি। ওই ওভারে পরে দুটি চার মারা পন্ত তোলেন ১৮ রান।

২৯ বলে ফিফটি পাওয়া পন্ত সেঞ্চুরি পেয়ে যান ৫৪ বলে। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকে চার মেরে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিটি পেয়ে যাওয়াটা পন্ত উদ্‌যাপন করেছেন উল্টো ডিগবাজি খেয়ে।

মিচেল মার্শকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫২ রান যোগ করা পন্ত পরে তৃতীয় উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে যোগ করেন ৪৯ রান। জুটিতে পুরানের অবদান ছিল ১৩ রান। এর আগে অস্ট্রেলীয় ওপেনার মার্শ ৩৭ বলে ৫ ছক্কায় করেন ৬৭ রান।
শেষ পর্যন্ত জীতেশের ঝড়ে পন্তদের সবকিছুই বৃথা গেল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর লক ষ ণ উইক ট

এছাড়াও পড়ুন:

খালেদের ৪ উইকেটে গায়ানাকে হারাল রংপুর

শেষ দুই ওভারে গায়ানা ওয়ারিয়র্সের দরকার ছিল ২০ রান। হাতে ৩ উইকেট। ক্রিজে ডেভিড ভিসা ও ডোয়াইন প্রিটোরিয়াস। বোলিংয়ে রংপুর রাইডার্সের পেসার খালেদ আহমেদ। ১৯তম ওভারে প্রথম ৪ বলে খালেদ রান দিলেন ১১। তখন ম্যাচ মোটামুটি গায়ানার পকেটে।

কিন্তু এমন পরিস্থিতিতেই গায়ানা হারিয়েছে টানা ৩ বলে ৩ উইকেট! তাতে আজ গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানের জয় পায় রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নুরুল হাসানের দলের ১৬২ রান তাড়া করতে নেমে গায়ানা গুটিয়ে যায় ১৫৪ রানে।

খালেদ ১৯তম ওভারের শেষ দুই বলে উইকেট নেন। সেই ওভারে তাঁর চতুর্থ বলে ছক্কা মারা প্রিটোরিয়াস পঞ্চম বলে বোল্ড জন। শেষ বলে শামার স্প্রিঙ্গারকে এলবিডব্লু করেন খালেদ। আজমতউল্লাহ ওমরজাই ২০তম ওভারে প্রথম বলে ভিসাকে বোল্ড করলে ৮ রানের জয় পায় রংপুর।

৪৪ রানে অপরাজিত ছিলেন মায়ার্স

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদের ৪ উইকেটে গায়ানাকে হারাল রংপুর