কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদসহ ১৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাকেও আসামি করা হয়েছে। তবে আবু ওবায়দা রাহিদ এ মামলার ১৪৭ নম্বর আসামী।
মঙ্গলবার (২৭ মে) মো.
আরো পড়ুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০-এ পা
লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
বুধবার (২৮ মে) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াই থেকে ৩টার মধ্যে বাদীর ছোটভাই মামুন আহমেদ রাফসান (১৮) কুমিল্লা ক্যান্টনমেন্ট ওভারব্রীজের নিচে অবস্থান করছিলেন। এরপর ছাত্র-জনতার একটি মিছিলে আসামিরা হাত বোমা, ককটেল ছুঁড়ে মারে। আসামিদের গুলি, হাত বোমা ও ককটেলের আঘাতে রাফসানসহ আরো কয়েকজন রাস্তায় লুটিয়ে পড়ে।
স্থানীয়রা রাফসানকে রাস্তার ওপর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুবি শিক্ষক আবু ওবায়দা রাহিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মামলার বিষয়ে কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “মামুন আহমেদ রাফসানের ভাই রানু মিয়া গতকাল মঙ্গলবার (২৭ মে) বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। সেই এজাহারটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় না। যার নামে মামলা হয়েছে, সে ব্যক্তিগতভাবে দেখবে। পুলিশ প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ে মামলার চার্জশিট পাঠায় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাকে সাময়িক কিংবা স্থায়ী বহিষ্কার করা হবে।”
নিহত মামুন আহমেদ রাফসান কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাফে আল বাইক হোটেলের একজন কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ