বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করে ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, বুধবার দুপুরে মামুন শরীফ তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১ জুন সকালে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা পদে যোগদান করেন ৩৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো.

মামুন শরীফ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে নানা অনিয়ম এবং মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু লুটের সঙ্গে জড়িতদের সহায়তা করে টাকা উৎকোচ নেওয়ার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তার টাকা লেনদেনের কথোপকথনের অডিও রেকর্ড ছাড়িয়ে পড়ে ফেসবুকে। এর পরিপ্রেক্ষিতে তার পক্ষে এবং বিপক্ষে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন, ঢাকা বিভাগীয় কমিশনার ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করা হয়।

এ প্রসঙ্গে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: সহক র উপজ ল

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ