আট বছর পর নাটকে ফিরলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এবারের ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চুপকথা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাটকের গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে হয়েছে শুটিং, যা শেষ হয়েছে ২৭ মে।

নির্মাতা উজ্জ্বল বলেন, ‘গল্পটা প্রেমের, তবে তার সঙ্গে সমাজ, প্রকৃতি ও শ্রেণি বিভাগের নানা প্রসঙ্গ এসেছে, যেমনটা আমার কাজে সব সময়ই থাকে। নাটক বানাতে গিয়ে মনে হয়েছে একরকম সিনেমাই বানিয়ে ফেলেছি।’

‘চুপকথা’-তে উঠে এসেছে উচ্চবিত্ত শ্রেণির প্রেম, জীবনদর্শন ও বাস্তবতার বিভিন্ন দিক। গল্পের শুরুতেই নাটকের দুই পাত্র–পাত্রীর দেখা হয় একটি কুমিরের খামারে, যা হয়ে ওঠে কাহিনির মোড় ঘোরানো মুহূর্ত।

প্রথমবারের মতো অন্য কারও গল্পে নির্মাণ করলেন উজ্জ্বল। তিনি জানান, ‘গল্পটা আমাকে এতটাই টেনেছে যে কাজটি করতে বাধ্য হয়েছি। নাটকে ফিরে মনে হচ্ছে, নিজের জায়গায় আবার ফিরলাম। আমি মনে করি, এখনো নাটকের একটা বিশাল দর্শকশ্রেণি রয়েছে, যাদের জন্য কিছু করাই উচিত।’

২০১৭ সালের ঈদে প্রচারিত ‘দাস কেবিন’ ছিল উজ্জ্বলের সর্বশেষ নাটক, যার বিষয়বস্তু ছিল সাম্রাজ্যবাদ ও মানুষের মানসিক কাঠামো। এরপর দীর্ঘ বিরতি শেষে তিনি আবারও নাটকে ফিরলেন। এর মধ্যে তিনি নির্মাণ করেছেন প্রশংসিত দুই চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’।
প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘এই ঈদে “চুপকথা” সিএমভির সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটকগুলোর একটি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ফেরা আমাদের জন্য আনন্দের। নাটকটি চাঁদরাত থেকে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।’ এ ছাড়া ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে আরও প্রায় এক ডজন নাটক প্রকাশিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ