উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে শুরুতেই চমক দিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের ৯ মিনিটে ইজালজৌলুরির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর ৪-১ গোলের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লুজরা।

কনফারেন্স কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে এনজো মারেস্কার চেলসি। প্রথম দল হিসেবে উয়েফার ইউরোপের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ জিতেছে দলটি।

চেলসি সমতায় ফেরার পর ৭০ মিনিটে লিড নেয়। দলটির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোল করেন। ৮৩ মিনিটে জাদন সানচো গোল করে রিয়াল বেটিসের কামব্যাকের স্বপ্ন শেষ করে দেন। চেলসির শিরোপা জয়ও  একপ্রকার নিশ্চিত করে ফেলেন। যোগ করা সময়ে ময়েস কেইসাডো জয়ের ব্যবধান আরও বড় করেন।

বেটিস দ্বিতীয়ার্ধে অতি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছে। যে কারণে সমতার পর একের পর এক গোল খেয়ে হতাশ হয়েছে তারা। এই শিরোপা দিয়ে চেলসি দশম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো। তাদের শোকেসে সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের শিরোপাও আছে।

চেলসি লিগ মৌসুম ভালো খারাপ মিলিয়ে কাটিয়েছে। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে চারে থেকে মৌসুম শেষ করেছে ব্লুজরা। নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পাওয়ায় চেলসির জন্য নতুন খেলোয়াড় কিনে দল প্রস্তুত করার ভালো সুযোগ তৈরি হয়েছে।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনফ র ন স ল গ কনফ র ন স

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ