বেটিসকে উড়িয়ে কনফারেন্স লিগ জয়ী চেলসির ইতিহাস
Published: 29th, May 2025 GMT
উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে শুরুতেই চমক দিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের ৯ মিনিটে ইজালজৌলুরির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর ৪-১ গোলের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লুজরা।
কনফারেন্স কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে এনজো মারেস্কার চেলসি। প্রথম দল হিসেবে উয়েফার ইউরোপের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ জিতেছে দলটি।
চেলসি সমতায় ফেরার পর ৭০ মিনিটে লিড নেয়। দলটির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোল করেন। ৮৩ মিনিটে জাদন সানচো গোল করে রিয়াল বেটিসের কামব্যাকের স্বপ্ন শেষ করে দেন। চেলসির শিরোপা জয়ও একপ্রকার নিশ্চিত করে ফেলেন। যোগ করা সময়ে ময়েস কেইসাডো জয়ের ব্যবধান আরও বড় করেন।
বেটিস দ্বিতীয়ার্ধে অতি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছে। যে কারণে সমতার পর একের পর এক গোল খেয়ে হতাশ হয়েছে তারা। এই শিরোপা দিয়ে চেলসি দশম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো। তাদের শোকেসে সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের শিরোপাও আছে।
চেলসি লিগ মৌসুম ভালো খারাপ মিলিয়ে কাটিয়েছে। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে চারে থেকে মৌসুম শেষ করেছে ব্লুজরা। নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পাওয়ায় চেলসির জন্য নতুন খেলোয়াড় কিনে দল প্রস্তুত করার ভালো সুযোগ তৈরি হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কনফ র ন স ল গ কনফ র ন স
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন