উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে শুরুতেই চমক দিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের ৯ মিনিটে ইজালজৌলুরির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর ৪-১ গোলের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লুজরা।

কনফারেন্স কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে এনজো মারেস্কার চেলসি। প্রথম দল হিসেবে উয়েফার ইউরোপের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ জিতেছে দলটি।

চেলসি সমতায় ফেরার পর ৭০ মিনিটে লিড নেয়। দলটির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোল করেন। ৮৩ মিনিটে জাদন সানচো গোল করে রিয়াল বেটিসের কামব্যাকের স্বপ্ন শেষ করে দেন। চেলসির শিরোপা জয়ও  একপ্রকার নিশ্চিত করে ফেলেন। যোগ করা সময়ে ময়েস কেইসাডো জয়ের ব্যবধান আরও বড় করেন।

বেটিস দ্বিতীয়ার্ধে অতি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছে। যে কারণে সমতার পর একের পর এক গোল খেয়ে হতাশ হয়েছে তারা। এই শিরোপা দিয়ে চেলসি দশম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো। তাদের শোকেসে সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের শিরোপাও আছে।

চেলসি লিগ মৌসুম ভালো খারাপ মিলিয়ে কাটিয়েছে। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে চারে থেকে মৌসুম শেষ করেছে ব্লুজরা। নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পাওয়ায় চেলসির জন্য নতুন খেলোয়াড় কিনে দল প্রস্তুত করার ভালো সুযোগ তৈরি হয়েছে।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনফ র ন স ল গ কনফ র ন স

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ