নতুন ৩ ডিপোজিট প্রডাক্ট এনেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
Published: 29th, May 2025 GMT
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি ডিপোজিট প্রডাক্ট চালু করেছে। এগুলো হলো- আল ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট ও মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট।
ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রডাক্ট তিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) মো.
প্রধান অতিথির বক্তব্যে এমডি রাফাত উল্লা খান বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা সব সময় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের রিটেইল, কর্পোরেট, এসএমই ও তরুণ গ্রাহকদের জন্য নতুন এই ডিপোজিট প্রোডাক্ট তিনটি ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
তিনি আরও বলেন, আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নতুন এই প্রোডাক্টসমূহ আকর্ষণীয় মুনাফা ও সুবিধা প্রদান করে গ্রাহকদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করবে।
আধুনিক ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের এই নতুন ডিপোজিট প্রোডাক্টগুলো গ্রহণে আন্তরিকভাবে আহ্বান জানান তিনি।
উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা।
এ সময় দেশের সব শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু