নতুন ৩ ডিপোজিট প্রডাক্ট এনেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
Published: 29th, May 2025 GMT
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি ডিপোজিট প্রডাক্ট চালু করেছে। এগুলো হলো- আল ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট ও মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট।
ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রডাক্ট তিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) মো.
প্রধান অতিথির বক্তব্যে এমডি রাফাত উল্লা খান বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা সব সময় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের রিটেইল, কর্পোরেট, এসএমই ও তরুণ গ্রাহকদের জন্য নতুন এই ডিপোজিট প্রোডাক্ট তিনটি ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
তিনি আরও বলেন, আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নতুন এই প্রোডাক্টসমূহ আকর্ষণীয় মুনাফা ও সুবিধা প্রদান করে গ্রাহকদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করবে।
আধুনিক ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের এই নতুন ডিপোজিট প্রোডাক্টগুলো গ্রহণে আন্তরিকভাবে আহ্বান জানান তিনি।
উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা।
এ সময় দেশের সব শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা