পাবনায় সমালোচনার মুখে দুই মুক্তিযোদ্ধার নামে স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পুনর্বহাল
Published: 29th, May 2025 GMT
তীব্র সমালোচনার মুখে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পুনর্বহাল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। গতকাল বুধবার জারি করা ওই চিঠিতে নাম দুটি পুনর্বহাল করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘চিঠি এখনো হাতে পাইনি, তবে ফেসবুকে দেখেছি। চিঠি হাতে পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক নির্দেশনায় দেশের বিভিন্ন জেলার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। তাতে পাবনার এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে শুধু ‘জেলা স্টেডিয়াম’ ও ‘জেলা সুইমিংপুল’ করা হয়। এর প্রতিবাদে পাবনাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
নাম পুনর্বহালের ঘোষণার আগে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক সমাজ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা নাম পুনর্বহাল না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
আরও পড়ুনপাবনায় দুই মুক্তিযোদ্ধার নামে স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তন, স্থানীয়দের ক্ষোভ২৫ মে ২০২৫শহীদ আমিনউদ্দিনের ছেলে সদরুল আমিন বলেন, ‘১৯৭১ সালের মতো পাবনার মানুষ আবারও অন্যায়ের প্রতিবাদ করেছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারকে বাধ্য করা হয়েছে শহীদদের সম্মান রক্ষায়।’
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ছেলে নুর ইসলাম বলেন, ‘নাম পরিবর্তনের ঘটনায় আমরা গভীরভাবে আহত হয়েছিলাম। কর্তৃপক্ষ শুভবুদ্ধির পরিচয় দিয়েছে।’
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বলেন, ‘মুক্তিযুদ্ধ জাতির আত্মার অংশ। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা মানেই জাতিকে অসম্মান করা। ভবিষ্যতে সরকারকে এমন স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী