নাটক ও গান প্রকাশে অনেক দিন ধরেই দেশের শীর্ষ প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএমভি মিউজিক’ সম্প্রতি অতিক্রম করেছে ১০ মিলিয়ন ফলোয়ারের বিশাল মাইলফলক। যে মাইলফলক সচরাচর ছোঁয়ার ঘটনা ঘটে না নাটক ও মিউজিক ইন্ডাস্ট্রিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিএমভি’র বাইরে এর আগে একমাত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অতিক্রম করেছিলো ঈগল মিউজিক।সে হিসেবে সিএমভি’র এই অর্জন ইন্ডাস্ট্রির জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা।

সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু এমন অর্জনে দারুণ স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দর্শক-শ্রোতারাই আমাদের সম্পদ। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের ফলোয়ারদের নিরন্তর সাপোর্টের কারণেই এই ইন্ডাস্ট্রি টিকে আছে। আমি মনে করি, ফেসবুকের এই ১০ মিলিয়ন ফলোয়ারই আমাদের মূল শক্তি। তাদের কথা ভেবে আমরা প্রতিনিয়ত ভালো ভালো কনটেন্ট তৈরির উৎসাহ পাই। ধন্যবাদ জানাই প্রিয় ফলোয়ারদের।’

জানা গেছে, বরাবরের মতো এই ঈদেও সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে অন্তত একডজন বিশেষ কনটেন্ট। যা চাঁদরাত থেকে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ইলফলক ফল য় র স এমভ

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ