প্রাচীন ছায়াপথের গভীরের ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ
Published: 30th, May 2025 GMT
পৃথিবী থেকে প্রায় ৪৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যাবেল এস১০৬৩ নামের এক ছায়াপথের গুচ্ছের ছবি তুলে দারুণ সাড়া ফেলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। শুনতে অবাক লাগলেও এই ছবি তুলতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপটির ১২০ ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্যমতে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা একক কোনো লক্ষ্যবস্তুর সবচেয়ে গভীরতম দৃশ্য এটি। প্রাচীন ছায়াপথের ঘূর্ণায়মান আলোর দৃশ্য থাকায় এই ছবিতে মহাবিশ্বের সবচেয়ে গভীরতম স্থান দেখা যাচ্ছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ছবিটির মাধ্যমে মহাবিশ্ব শুরুর সময়ে কেমন ছিল, সে বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে। দূরবর্তী স্থানের দিকে তাকানোর অর্থ সময়ের দিকে ফিরে তাকানো। এসব ঘটনা মহাজাগতিক ভোর নামে পরিচিত। সেই সময় প্রথম দিককার ছায়াপথ কীভাবে গঠিত হয়েছিল, তার ধারণা এই ছবিতে আছে। ধারণা করা হচ্ছে, মহাবিশ্বের বয়স তখন ছিল মাত্র কয়েক লাখ বছর।
জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা দৃশ্যগুলোতে থাকা বিভিন্ন নিয়ার ইনফ্রারেড আলোক তরঙ্গদৈর্ঘ্যকে যুক্ত করে একটি ছবি তৈরি করা হয়েছে। প্রাথমিক মহাবিশ্বের ছায়াপথ কত বড় ছিল সে বিষয়ে জানতে ছবিতে থাকা গ্যালাক্সি গুচ্ছের চারপাশের আলো পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু