ঢাকায় চলছে আইপি ক্যামেরা নিয়ে প্রদর্শনী
Published: 30th, May 2025 GMT
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিগগিরই শহর ছেড়ে গ্রামের বাড়ি যাবেন অনেকেই। দীর্ঘ ছুটিতে ঘর বা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে খুবই কার্যকর ওয়াই-ফাই আইপি ক্যামেরা। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসব ক্যামেরা আরও সাশ্রয়ীও হয়ে উঠেছে। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির ওয়াই-ফাই আইপি ক্যামেরা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ‘রায়ান্স কম্পিউটার্স লিমিটেড’। সাত দিনের এ প্রদর্শনীতে জনপ্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি আইপি ক্যামেরা পরখ করে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রায়ান্স কম্পিউটার্স লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের রায়ান্স কম্পিউটার্স লিমিটেডের শোরুমে ‘রায়ান্স ওয়াই-ফাই আইপি ক্যামেরা এক্সিবিশন’ প্রদর্শনী চলছে। একই ছাদের নিচে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের আইপি ক্যামেরা থাকায় ক্রেতারা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য পছন্দ করে কিনতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
প্রদর্শনীতে আইপি ক্যামেরা কিনলেই মূল্য ছাড় ও ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। শুধু তা–ই নয়, বাড়ি বা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোন ধরনের আইপি ক্যামেরা ব্যবহার করতে হবে বা সেগুলোর কাজের ধরন সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শও নেওয়ার সুযোগ মিলছে প্রদর্শনীতে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু