ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে গেছে। টানা বর্ষণে দুই পাশের মাটি সরে আজ শুক্রবার সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ে। এতে মুক্তাগাছা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দুই দিন ধরে টানা বর্ষণ চলছে। এতে নদীতে প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে একটি সেতুর দুপাশ থেকে মাটি সরে যেতে শুরু করে। একপর্যায়ে কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি স্থানীয় বাসিন্দাদের কাছে পলশা গহুর মোল্লা ব্রিজ নামে পরিচিত।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানায়, ২০০১ সালে ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.

রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি নদীটি খনন করেছে। খননের ফলে বক্স কালভার্টের নিচ থেকে মাটি সরে যায়। অতিবর্ষণের কারণে আজ সেটি ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, মানুষের যোগাযোগ স্বাভাবিক রাখতে বাঁশ-কাঠ দিয়ে বিকল্প ব্যবস্থা করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ি থেকে চান্দেরবাজার যাওয়ার পাকা রাস্তায় আইমন নদীর ওপর নির্মিত কালভার্টটি দিয়ে পলশা, ভিটিবাড়ি, চাপুড়িয়া, গড়বাজাইল, খিলগাতী, রামভদ্রপুর, বানিয়াকাজী, শিবপুর, কবীরপুর, ইটচকিসহ অন্তত ১৫টি গ্রামের ২৫ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় গ্রামগুলোর মানুষ মুক্তাগাছা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নজরে আনা হলে মুক্তাগাছার ইউএনও মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সেখানে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ