ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে গেছে। টানা বর্ষণে দুই পাশের মাটি সরে আজ শুক্রবার সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ে। এতে মুক্তাগাছা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দুই দিন ধরে টানা বর্ষণ চলছে। এতে নদীতে প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে একটি সেতুর দুপাশ থেকে মাটি সরে যেতে শুরু করে। একপর্যায়ে কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি স্থানীয় বাসিন্দাদের কাছে পলশা গহুর মোল্লা ব্রিজ নামে পরিচিত।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানায়, ২০০১ সালে ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.

রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি নদীটি খনন করেছে। খননের ফলে বক্স কালভার্টের নিচ থেকে মাটি সরে যায়। অতিবর্ষণের কারণে আজ সেটি ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, মানুষের যোগাযোগ স্বাভাবিক রাখতে বাঁশ-কাঠ দিয়ে বিকল্প ব্যবস্থা করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ি থেকে চান্দেরবাজার যাওয়ার পাকা রাস্তায় আইমন নদীর ওপর নির্মিত কালভার্টটি দিয়ে পলশা, ভিটিবাড়ি, চাপুড়িয়া, গড়বাজাইল, খিলগাতী, রামভদ্রপুর, বানিয়াকাজী, শিবপুর, কবীরপুর, ইটচকিসহ অন্তত ১৫টি গ্রামের ২৫ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় গ্রামগুলোর মানুষ মুক্তাগাছা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নজরে আনা হলে মুক্তাগাছার ইউএনও মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সেখানে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ