লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। 

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি 

আরো পড়ুন:

দুই পরিচালককে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বিসিবি

বিসিবির নতুন সভাপতি বুলবুল

অস্থির সময় কাটাচ্ছে দেশের ক্রিকেট। হুট করে ফারুক আহমেদ হারিয়েছেন বিসিবির হট সিট। তাকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তার জায়গায় এসেছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে আজ বিকেলেই দায়িত্ব নিয়েছেন।  বোর্ড পরিচালকদের ভোটে ক্রিকেট বোর্ডের ১৬তম প্রধান হলেন তিনি।

ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
৩৭ রানে প্রথম ম্যাচ হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের অসাধারণ জয়ে একেবারে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ফ্লপ ছিল লিটন অ্যান্ড কোং। আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের। 

নতুন এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। আজ ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর ধাক্কা খেয়েছিল দল। প্রথম ওয়ানডেতেও মেলেনি প্রত্যাশিত ফল। এবার যদি সিরিজও খোয়াতে হয় তাহলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। 
 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ