সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে তার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। 

এতে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বিএনপি নেতা প্রভাষক আশরাফ হোসেন, মমিনুল হাসান মোমিন, শাহাদত হোসেন সাগর, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।

এছাড়া জেলা যুবদলের আয়োজনে শহরের নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শুক্রবার বাদ জুমা বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত খান্দার জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.

হেলালুজ্জামান তালুকদার লালু।

এছাড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটি।

অন্যদিকে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার সকালে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র স

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ