বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী নেত্রীকে মারধর, গ্রেপ্তার ৬
Published: 31st, May 2025 GMT
বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার লোকজনের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার বিকেলে জেলার নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। হামলার ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখী ইসলামের বোনকে গত কয়েকদিন ধরে স্থানীয় জালাল বেপারীর ছেলে শরীফ বেপারী উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা শুক্রবার বেলা ১১টার দিকে সালিশ করে দেওয়ার কথা ছিল। সালিশ বৈঠক না হওয়ায় বৈশাখী ইসলাম দুপুরে থানা পুলিশ ও ইউএনওকে বিষয়টি জানায়।
পরে থানা পুলিশের একটি দল নিয়ে বাড়ি ফিরে আসে বৈশাখী। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৈশাখীকে মারপিট করে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যা ও তার লোকজন। এ সময় উপস্থিত থাকা পুলিশের ওপর হামলা চালায় তারা।
বিষয়টি জানার পর জেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে বৈশাখীর বাড়িতে যান। এ সময় তাদের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বৈশাখী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা, নারী ও শিশু নির্যাতন এবং বাড়ি ভাঙচুর। আসামি ৬ জন গ্রেপ্তার হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ষয়ট
এছাড়াও পড়ুন:
আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ
ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়াসংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের অংশটুকু অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি হামিরদী ও আলগী ইউনিয়ন পরিষদকে ফরিদপুর–৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ের পর রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের এই অংশটুকু অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুই ইউনিয়ন পরিষদকে আগের মতো ফরিদপুর–৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট গত ৪ সেপ্টেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করা হয়। সেদিনের কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে যাওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ শুরু হয়। এরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে ইসির ৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে ওই রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. কাউছার, নাঈম সরদার ও আশরাফুল করিম। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুর রহমান।