ভিজিডির চালকাণ্ডে জড়িত বিএনপি নেতাকে বহিষ্কার
Published: 31st, May 2025 GMT
দরিদ্রদের জন্য বিতরণের চাল উত্তোলন করে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহজাহানকে অবশেষে বহিষ্কার করেছে নকলা উপজেলা বিএনপি।
গতকাল শুক্রবার (৩০ মে) রাতে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। তবে বিষয়টি শনিবার (৩১ মে) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেন নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.
এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাই তার বহিষ্কারের আদেশ দেওয়ার পর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সাধুবাদ জানিয়েছেন।
নকলা উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান ও সদস্য সচিব আলহাজ্ব মো. মাহমুদুল হক দুলালের স্বাক্ষরিত বহিষ্কারের আদেশে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা বিএনপি সিদ্ধান্ত মোতাবেক ৮নং চরঅষ্টোধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান কে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে তাকে আটক করা হয়। সেসময় ভিজিডির ৯৬ বস্তা চাল উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ নামে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে ৩০মে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
ঢাকা/তারিকুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু