দুই যুগ পর আগামীকাল কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন
Published: 31st, May 2025 GMT
দুই যুগ পর আগামীকাল রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত কোটালীপাড়ায় বিএনপির সম্মেলন সফল করতে উপজেলাজুড়ে সড়কে সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন। সম্মেলন সফল করতে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সভা-সমাবেশ শেষ হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ত্যাগী নেতাদের সম্মেলনের মাধ্যমে মূল্যায়নের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান (রিপন), ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান প্রমুখ নেতা উপস্থিত থাকবেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া পৌর বিএনপির সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার। তিনি বলেন, প্রায় দুই যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এত বড় পরিসরে সম্মেলন হচ্ছে। সম্মেলন সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কোটালীপাড়ায় আমরা সভা-সমাবেশ করতে পারিনি। এমনকি সম্মেলন করারও সুযোগ পাইনি। মামলা-হামলার ভয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। যে সম্মেলন হতে যাচ্ছে পৌরসভা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের প্রতিটির সুপার ফাইভের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি করবেন।’
উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে এবং আগামী নির্বাচনের জন্য উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে তাঁরা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। সম্মেলনে মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান বলেন, সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান প্রধান অতিথি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ব এনপ র উপস থ ত থ ক
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ