ইনজুরিতে ছিটকে গেলেন শরিফুল, পাকিস্তান সিরিজ শেষ
Published: 31st, May 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তান সফরও ভালো যাচ্ছে না বাংলাদেশের। লাহোরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই পাত্তা পায়নি লিটন দাসের নেতৃত্বাধীন দল। এবার আরও এক দুঃসংবাদ—গোড়ালির চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (৩১ মে) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পান শরিফুল। পরে এমআরআই পরীক্ষায় ধরা পড়ে তার ডান পায়ের রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ ইনজুরি।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা বলেন, ‘শরিফুলের এই ইনজুরির জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হচ্ছে।’
এই চোটের কারণে পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না শরিফুল। লাহোরেই আগামীকাল (রোববার) শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে, দ্বিতীয় ম্যাচে হার ৫৭ রানে। সিরিজ ইতোমধ্যে ২-০ তে নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু